২২ জুলাই ২০২৩, শনিবার, ১:৩৬

বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে

-মাওলানা এটিএম মা’ছুম

সরকার বাকশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আবারও নিজেদের অধীনে নির্বাচন করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে।

২২ জুলাই, শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এবং বগুড়া অঞ্চল টিম সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মোঃ মুঞ্জুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় ভার্চুয়ালি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করেছে, ন্যায় বিচারের দরজা বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকারের হাতে ইসলাম, ইসলামী শিক্ষা ও প্রতিষ্ঠান, ইসলামী ব্যক্তি ও আলেম-ওলামাগণ চরমভাবে লাঞ্ছিত ও পদদলিত হচ্ছেন। ইসলামী সংস্কৃতি ধ্বংস করে অপসংস্কৃতির মাধ্যমে শিশু কিশোরদের চরিত্র নষ্ট করা হচ্ছে।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে কুরআন-সুন্নাহ যথাযথভাবে অধ্যয়ন করতে হবে এবং সেই আলোকে নিজেদের চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহর সকল বিধি-নিষেধ নিষ্ঠার সাথে পালন করতে হবে। পারস্পারিক সম্পর্ক ও আন্তরিকতা বজায় রাখতে হবে। কথা ও কাজের গড়মিল পরিহার করে একজন আদর্শ কর্মী হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। পরিবারের সদস্যদেরকে ইসলামী আন্দোলনমুখী করতে হবে। নিয়মিত পারিবারিক বৈঠক করে পরিবারের সদস্যদেরকে কুরআনের শিক্ষায় আলোকিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, যারা জীবনের বিনিময়ে আপোষ করেননি বরং জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন, তার জ্বলন্ত প্রমাণ রেখে গেলেন সাতক্ষীরা জেলার সাবেক আমীর ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল। আল্লাহ তার শাহাদাত কবুল করুন, আমীন। শত জুলুম-নির্যাতন সত্তে¡ও তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের পথে অবিচল ছিলেন। আমীরে জামায়াতসহ এ পর্যন্ত ৯ জন আন্দোলনের শিপাহশালার জীবন দিয়ে কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই কর্মীদেরকে ত্যাগ-কুরবানীর মাধ্যমে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন বলেন, আমাদের মান উন্নয়ন করার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আমাদের আন্দোলন হচ্ছে কোরআনের আন্দোলন, রাসূল আকরাম সাঃ এর আদর্শ বাস্তবায়নের আন্দোলন। অতএব এই আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে দাওয়াতি কাজের মাধ্যমে সম্পৃক্ত করতে হবে।

আরো বক্তব্য রাখেন বগুড়া পূর্ব জেলা আমীর অধ্যাপক নাজিমুদ্দিন, বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওঃ আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর নায়েবে আমীর মাওঃ আলমগীর হোসাইন, জেলা নায়েবে আমীর মাও আব্দুল হাকিম ও মাওঃ মমতাজ উদ্দিন, অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, অধ্যক্ষ মাওঃ শাহাদাদুজ্জান, বগুড়া পশ্চিম জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।