১৬ জুলাই ২০২৩, রবিবার, ১১:১৪

পঞ্চগড় জেলা জামায়াতের সদস্যদের বার্ষিক শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ এখন সংকটের আবর্তে নিপতিত, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমেই এ সংকট উত্তরণ সম্ভব

-মাওলানা আবদুল হালিম

১৯৯০ সালে আওয়ামী লীগসহ আন্দোলনরত জোট ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে কেয়ারটেকার সরকারের রূপরেখা প্রণীত হয় এবং এরশাদ সরকারের পদত্যাগের পর ১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দুঃখজনক হলেও সত্য যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা পেয়েই আদালতের মাধ্যমে কেয়ারটেকার সরকারের আইন বাতিল করে দেয়। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ এবং ২০১৮ সালের বিনা ভোট ও রাতের ভোটের নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে যে, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। বাংলাদেশ এখন সংকটের আবর্তে নিপতিত। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমেই এ সংকট উত্তরণ সম্ভব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কেয়ারটেকার সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাবো না।

১৫ জুলাই, শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত সদস্যদের বার্ষিক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতের অবস্থান সব সময়ই স্বৈরাচারের বিরুদ্ধে। জোট সরকারের সময় জামায়াতের দুজন মন্ত্রী সততা, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। আর এজন্য আপামর মানুষ জামায়াতকে স্বাগত জানায়। আগামী দিনের নেতৃত্ব জামায়াতের হাতেই জনগণ তুলে দিতে চায়। এজন্য সংগঠনের সদস্যদেরকে সোনালি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সাহাবায়ে কিরামের চরিত্র ও শহীদ দায়িত্বশীলদের কুরবানীকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য ও রহমতে জনশক্তির ত্যাগ-কুরবানির ফলে দ্বীনের বিজয় অনিবায

দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ আব্দুর রব, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন ও নীলফামারী জেলা আমীর জনাব মোঃ আব্দুর রশিদ। দারসুল হাদীস পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঠাকুরগাও জেলা আমীর মাওলানা আব্দুল হাকীম।

জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে এ শিক্ষা শিবির সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন ও তারিবয়্যাত বিভাগীয় সেক্রেটারি জনাব শাহীদ আল ইসলাম।