১৪ জুলাই ২০২৩, শুক্রবার, ১১:২৯

রংপুর মহানগরী জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না

-অধ্যাপক মুজিবুর রহমান

আগামী জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে করতে দেয়া হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে না। বর্তমান স্বৈরাচারী সরকার নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করলে জামায়াত এ দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তার সমুচিত জবাব দিবে, ইনশাআল্লাহ।

১৪ জুলাই জুমআ বার রংপুর মহানগরীর উদ্যোগে, কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী আমীর, উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ওবায়দুল্লাহ্ সালাফির সঞ্চালনায় ভার্চুয়ালি আয়োজিত কর্মী সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, সংগঠনের সকল নেতা কর্মীকে কুরআন, হাদীস ও ইসলামি সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নৈতিক গুণাবলি সম্পন্ন সুনাগরিক হতে হবে এবং ইয়াতিম, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল রাজবন্দী ও আলেমদের মুক্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি বক্তব্যে সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, যারা এক সময় কেয়ারটেকার সরকারের দাবিতে লাগাতার হরতাল দিয়ে দেশকে অচল করে দিয়েছিল, তারাই এখন কেয়াটেকার সরকার না মেনে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি অবিলম্বে কেয়ারটেকার সরকার পদ্ধতি বহাল করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মী সম্মেলন শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র শিবির রংপুর জেলা উত্তরের সভাপতি মোঃ মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও কোতোয়ালী থানার আমির জনাব আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার সম্পাদক এডভোকেট মোঃ কাওছার আলী প্রমুখ।