২০ এপ্রিল ২০২৪, শনিবার

নরসিংদী জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফ্যাসিবাদের শোষণ থেকে মুক্তি পেতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাতে চায়। অর্থ পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চায়। ৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি। ডামি নির্বাচনে দেশের মানুষ যায়নি। ভোট বর্জনের মধ্য দিয়ে দেশের মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকার জনসমর্থন হীন হয়ে পড়েছে। জনগণকে সরকারের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলুম-নির্যাতন ও শোষণের অবসান ঘটিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। নরসিংদী জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় মিলনায়তনে আয়োজিত এক দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সেকুলার, আল্ট্রা সেকুলার রূপ দিয়ে দেশের মানুষকে ধর্মহীন করার অপচেষ্টা চালানো হচ্ছে। মুসলমানদের ধর্মীয় কাজকর্ম সংকুচিত করা হচ্ছে। দীর্ঘ ১৫ বছর যাবত বিরাজনীতি করণের কারণে দেশের মানুষ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বিদ্যুৎসহ সেবা খাতে ঘন ঘন মূল্য বৃদ্ধির যন্ত্রণা অহরহ মানুষকে সহ্য করতে হচ্ছে। এ অবস্থায় দেশ, জাতি ও সমাজ রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভ‚মিকা পালন করতে হবে। শোষক শ্রেণীর বিরুদ্ধে সবাইকে এক কাতারে এসে কঠিন গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। গাজাবাসীকে রক্ষায় মুসলিম বিশ্ব কার্যকর উদ্যোগ না নেয়ায় হতাশা ব্যক্ত করেন। গাজাবাসীকে রক্ষায় মুসলিম বিশ্ব কার্যকর উদ্যোগ না নেয়া তিনি হতাশা ব্যক্ত করেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে গাজায় অন্যায় যুদ্ধ বন্ধ ও দখলদারিত্ব অবসানে কাক্সিক্ষত ভূমিকা রাখার আহ্বান জানান।”

জেলা আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন ও উপজেলা নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “দুনিয়ার জীবন জিন্দেগীকে কেন্দ্র করে মুমিন তার জীবন পরিচালনা করে না। তার জীবনের লক্ষ্য হলো আখিরাতের সফলতা। জান্নাত লাভের উচ্চাকাক্সক্ষা তাদেরকে দুনিয়ার ভোগ বিলাস, আরাম-আয়েশকে তুচ্ছ জ্ঞান করে। দ্বীন কায়েরমের জন্য আমরা শপথ নিয়েছি। শপথের কর্মীরা সে শপথ ভুলে যেতে পারে না। শপথ ঈমানের পথে জীবনকে উজ্জীবিত করে। জীবনের বাঁকে বাঁকে জমে থাকা জঞ্জাল ঠেলে সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। চলার পথকে করে বলিষ্ঠ। বিপদ আপদ তাকে থামিয়ে দিতে পারে না।

তিনি আরও বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনসাধারণের জন্য আমাদের ভ‚মিকা অব্যাহত রাখতে হবে। শহীদের রক্তে ভেজা জমিনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত শহীদের সাথীরা থামবে না। সভাপতির বক্তব্যে জেলা আমীর আজকের আয়োজনে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। আগামী দিনে নরসিংদীকে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য মজবুত ঘাঁটি রূপে গড়ে তোলার আহ্বান জানান।”