২৯ মার্চ ২০২৪, শুক্রবার

নারায়ণগঞ্জ মহানগরীর থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের শিক্ষা শিবির অনুষ্ঠিত

জান ও মালের কুরবানির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সফল হতে হলে সকল দায়িত্বশীলকে জান এবং মালের কুরবানি দিয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলন সফল করার জন্য সাহাবায়ে কেরামগণ জান এবং মালের ত্যাগ ও কুরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাইতো ঝঞ্জা বিক্ষুব্ধ ও অশান্ত আরব ভূখন্ড একটি সোনালী ইসলামী সমাজ কায়েম করা সম্ভব হয়েছিল। আজও যদি আমরা সংগঠনের আহবানে আমাদের জান মাল এবং সময়ের কুরবানির দৃষ্টান্ত স্থাপন করতে পারি তাহলে আমাদের প্রিয় বাংলাদেশেও ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

তিনি আজ ২৯ মার্চ জুমাবার নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসাইনের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।

রফিকুল ইসলাম খান বলেন, “পবিত্র কুরআনে বহু জায়গায় আল্লাহ তা’য়ালা আগে মাল দিতে বলেছেন। কেননা জান চলে গেলে মাল দেওয়ার আর সুযোগ থাকেনা। তাই আল্লাহর পথে আগে মাল পরে জান দেওয়ার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, “আমরা জান ও মাল দিয়ে মহান আল্লাহর উপর নির্ভর করে ঈমানের দৃঢ়তা নিয়ে ইসলামকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। কোন পরাশক্তির উপর নির্ভর করে নয়। ইসলামী আন্দোলনকে কখনই পরাজিত করা যাবে না। কারন আল্লাহ তা’য়ালা আমাদের সাথে আছেন। নানামুখি অপপ্রচার, জুলুম, নির্যাতনের পরও ইসলামী আন্দোলন এগিয়ে যাবে। এ দেশের মাটি ও মানুষের সাথে ইসলাম মিশে আছে। যতই চক্রান্ত ও ষড়যন্ত্র হউক না কেন, কোন শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না।

শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম, সহকারী সেক্রেটারি মো: জামাল জোসাইন, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, তরবিয়ত বিভাগের সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।