৮ মার্চ ২০২৪, শুক্রবার

রাঙামাটি পার্বত্য জেলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি শিক্ষাশিবির অনুষ্ঠিত

দ্বীন বিজয়ের জন্য সকল সেক্টরে যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, “দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেই ইসলামী আন্দোলনের কর্মীদের পথ চলতে হবে। দ্বীন বিজয়ের মধ্যেই তাদের জীবনের সাফল্য নিহিত। এ বিজয়ের জন্য আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে সকল সেক্টরে যোগ্য ও জনপ্রিয় তৈরি করতে হবে।”

তিনি আজ শুক্রবার ৮ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আমীর জনাব মুহাম্মদ আবদুল আলীমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জনাব জাফর সাদেক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জনাব মনচুরুল হক, কর্মপরিষদ সদস্য এডভোকেট হারুনুর রশীদ, পৌরসভা আমীর জনাব আব্দুস সালাম প্রমূখ।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “ঈমানদারদের কাছে জান ও মাল মহান আল্লাহর পক্ষ থেকে নিজেদের কাছে রক্ষিত আমানত। এ জান ও মালকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য এগুলোর সর্বোচ্চ উৎকর্ষ সাধন করা এবং প্রতি মুহূর্তে সে সময় পর্যন্ত উৎকর্ষিত যোগ্যতাকে কাজে লাগানোর প্রচেষ্টা চালানোই তাদের দায়িত্ব। আল্লাহ তায়া’লা প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী এ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে চলতে থাকে দ্বীনের কর্মীরা। তাই আল্লাহ তায়া’লার সব নেয়ামতের সর্বোচ্চ সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “বর্তমান সময়ে দায়িত্বশীলদের সব ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে হবে। দেশ এক কঠিন ক্রান্তিকাল পার করছে। দেশে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার বলতে কিছু নেই। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকগুলোতেও টাকা নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ক্রমাগতভাবেই কমছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।”

তিনি আরে বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র এ রমজান কুরআন নাজিলের মাস। কুরআন মানবজাতির প্রতি আল্লাহ তায়া’লার দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামাত। মানবতার মুক্তির সনদ এই কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই আমাদের দুনিয়ায় শান্তি ও পরকালিন মুক্তি সম্ভব। ফলে পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনের জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা সম্ভব হবে।”