২৭ আগস্ট ২০২২, শনিবার

খুলনা মহানগরী জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও অপহরণ জাতিকে গ্রাস করেছে- মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও সরকার অত্যন্ত নগ্নভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার বলতে কিছুই নেই। দেশের আইন ও সংবিধান কোনো কিছুরই তোয়াক্কা করছে না সরকার। বিরোধী দলের মিছিল-মিটিং, সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, অপহরণ জাতিকে গ্রাস করেছে। এর থেকে জাতিকে উদ্ধার করতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে ২৬ আগষ্ট শুক্রবার নগরীর এক কনফারেন্স রুমে ভার্চুয়াল মাধ্যমে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম উপরোক্ত কথা বলেন।

তিনি সদস্যদের (রুকন) উদ্দেশে বলেন, “মানুষকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। সেদিন মানুষকে তার জীবনের সমস্ত হিসাব দিতে হবে। তখন তাকে তার ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আমাদের শপথের আলোকে নিজেদের পরিবার, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও সংগঠনের জনশক্তিদের হক যথাযথভাবে আদায় করতে হবে। সকলের প্রতি ইহসান করতে হবে। আনুগত্য ও শৃঙ্খলা হচ্ছে এ সংগঠনের প্রাণ। এ শৃঙ্খলা বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, আমরা সকলে শপথের জনশক্তি। আমাদের কোনো কাজে হীনমন্যতা করা যাবে না। আমাদেরকে নৈতিক, চারিত্রিক ও সামগ্রিকভাবে সকল কর্মসূচি বাস্তবায়নে সদা প্রস্তুত থাকতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলমীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। সম্মেলনে কুরআনুল মাজিদ থেকে দারস পেশ করেন সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সম্মেলনে ষান্মাসিক কার্যবিবরণী পেশ করেন খুলনা মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন।