১২ নভেম্বর ২০১৮, সোমবার, ২:২৮

বড়দিনের ছুটিতে বিদেশিদের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সংশয়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন-এর ৪৮ ঘণ্টা আগে হবে বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে ২৩শে ডিসেম্বর ভোটগ্রহণ হবে। দু’দিন পরেই ২৫শে ডিসেম্বর, বড়দিন। ওই সময়ে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষ করে পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষকদের বাংলাদেশে উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েথ ছাড়া যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধিরা সরজমিন এবং বিস্তৃত পরিসরে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। বিশ্বের অন্যরাও ভোট-পূর্ব এবং ভোট-উত্তর পরিস্থিতির ওপর নজর রাখেন, তবে সেটি সীমিত পরিসরে, অনিয়মিত এবং ভায়া মিডিয়া।

অবশ্য বড়দিন বলে পর্যবেক্ষকদের উপস্থিতি কম হবে- এমনটা মানতে নারাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের মতে, এসব ক্ষেত্রে দিন বা তারিখ মুখ্য নয়।

http://mzamin.com/article.php?mzamin=144795&cat=2