৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ২:২২

ভোটের কারণে পিছিয়ে যাচ্ছে স্কুলের ভর্তি পরীক্ষা

সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ভর্তি ও বার্ষিক পরীার সময়সূচিতে পরিবর্তন আসছে। ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীাসহ সব পরীক্ষা শেষ করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। গতকাল নির্বাচন কমিশনের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তাদের বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সব পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) জাভেদ আহমেদ গতকাল বিকেলে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। গতকাল এ ব্যাপারে মন্ত্রণালয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাভেদ আহমেদ বলেন, ইসির নির্দেশনা মতো বার্ষিক পরীা ১০ ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। আর সরকারি হাইস্কুলে ভর্তি পরীা এবং প্রথম শ্রেণীতে ভর্তির লটারি ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বরের মধ্যে আয়োজন করা হবে। এ ব্যাপারে আজ বা আগামী রোববার নির্দেশনা জারি করা হবে।

মাউশি সূত্রে বলা হয়েছে, আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি হাইস্কুলগুলোতে ভর্তি পরীার তারিখ নির্ধারণ করা আছে। এখন ওই পরীা ২৮ ডিসেম্বর থেকে নেয়া হবে। ইতঃপূর্বে ১ থেকে ১৩ ডিসেম্বর ভর্তির আবেদন অনলাইনে নেয়ার সিদ্ধান্ত ছিল। সেটি এ মাসের শেষের দিকে চলে আসতে পারে। এ ব্যাপারে প্রস্তুতি নিতে গতকাল টেলিটককে নির্দেশ দিয়েছে মাউশি। টেলিটক আবেদনপত্র গ্রহণে কারিগরি সহায়তা দিয়ে থাকে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ইসির নির্দেশনা মতো ১০ ডিসেম্বরের মধ্যে সব পরীা শেষ করে শিক ও শিাপ্রতিষ্ঠানকে মুক্ত রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসির নির্বাচনী পরীা শেষ হয়েছে। অনেক কলেজে এইচএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে গেছে। আগামী ৩ ডিসেম্বর এইচএসসির নির্বাচনী পরীা শেষ হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে জেএসসি-জেডিসি পরীা। ডিসেম্বরের শেষে এই পরীার ফল প্রকাশ করা হবে। তিনি আরো জানান, প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৬ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরীক্ষা শেষ করার সব প্রস্তুতি নেয়া হয়েছে।  

জানতে চাইলে অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীা শেষ করতে স্কুলগুলোকে মৌখিকভাবে বলা হয়েছে। এ ব্যাপারে শিা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে। আর ১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীার নতুন তারিখ নির্ধারণ করে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষা পৃথকভাবে নিয়ে থাকে। এতে তারা কিছুটা বিপাকে পড়তে পারে। তবে রাজধানীর বিভিন্ন বেসরকারি স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, স্কুলগুলো ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ফরম বিতরণ শুরু করেছে। ভিকারুননিসা নূন এবং উদয়ন উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান ইতোমধ্যে ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে। তবে তারা ফরম বিতরণ শুরু করলেও ভর্তি পরীার তারিখ নির্ধারণ করেনি। তারাও শিা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার অপেক্ষায় রয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্য ড. শাহান আরা বলেন, ১০ ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীা শেষ করা হবে। আর এর পর পরই ভর্তি পরীা নেয়ার পরিকল্পনা রয়েছে। যদি আগেভাগে ভর্তি পরীা শেষ করতে হয় তাহলে শিা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেয়া হবে।

 

http://www.dailynayadiganta.com/first-page/363019