৪ নভেম্বর ২০১৮, রবিবার, ৩:০১

চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ করার আন্দোলন পুলিশি বাধায় পণ্ড

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ করার দাবিতে গতকাল আন্দোলনকারীদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় নয়জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- নাদিয়া, সোনিয়া চৌধুরী, সুলতানা, এমএ আলী, নকীব চৌধুরী, পলাশ, সজল, রাসেল ও ইমরান। দুপুর ১২টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ও বাংলাদেশ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে যেতে চাইলে আন্দোলনকারীরা পুলিশি বাধার মুখে পড়েন। পরে জাতীয় গণগ্রন্থাগারের মূল ফটকের ভেতরে অবস্থান নেন তারা। দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলে। সেখান থেকে বেরিয়ে জাতীয় জাদুঘরের সামনে যেতে চাইলে ফের বাধা দেয় পুলিশ।
এ সময় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের মধ্য থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, সমাবেশের প্রস্তুতির সময় ১২ জনকে পুলিশ আটক করেছে এবং হাতাহাতির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীদের একজন শিফাত মোস্তফা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। ‘পুলিশ সেখান থেকে আমাদের কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এইচএম আজিমুল হক বলেন, আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির সামনের গেটে ভাঙচুর করে। ভাঙচুরের সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান। এদিকে, জাদুঘরের সামনে সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমাবেশ করে আন্দোলনকারীরা। আটকদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে গত ২৭শে অক্টোবর থেকে শাহবাগ এলাকায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

http://mzamin.com/article.php?mzamin=143549&cat=3