৩০ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:১৬

বিদ্যুৎ না থাকায় পঙ্গু হাসপাতালে দুর্ভোগ

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি বিভাগে আসা রোগীরা। গতকাল সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মাঝে দুই ঘণ্টা ছাড়া বাকি সময় বিদ্যুৎ ছিল না বলে হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, তিনি দুপুর ২টায় ডিউটিতে এসে দেখেন বিদ্যুৎ নেই। সকাল থেকে বিদ্যুৎ নেই বলে তার সহকর্মীরা তাকে জানিয়েছেন। হাসপাতালে জেনারেটর থাকলেও সেটা পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে না বলে তিনি জানান। একজন চিকিৎসক জানান, তিনি সকাল ৮টা থেকে দায়িত্ব পালন করছিলেন।

মাঝে দুই ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন। ১০ জনের অপারেশন করতে পেরেছিলেন। এরপর বিদ্যুৎ না থাকায় তিনি কাজ করতে পারেননি। বাইরে বেশ কয়েকজন রোগী ছিল যাদের অপারেশন করা জরুরি ছিল। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে সুপারভাইজার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ঝড়ের কারণে কিছুটা সময় বিদ্যুৎ ছিল না সত্য। তবে হাসপাতাল থেকে কোনো অভিযোগ তারা পাননি

http://mzamin.com/article.php?mzamin=115404