৩১ ডিসেম্বর ২০১৬, শনিবার, ২:২৬

চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ পদে নিয়োগ পরীক্ষা: আবেদনের ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্তৃপক্ষ

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আগে প্রার্থীদের আবেদনের প্রায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে পরীক্ষা দিতে এসে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখেন প্রার্থীরা।
পরে তাঁরা সেখানে বিক্ষোভ করেন। মোট ১০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে কয়েক শ আবেদনকারী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় মেয়রের কাছে আবেদনকারীরা অভিযোগ করে জানান, আবেদন বাবদ ১০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়ে গেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কর্মকর্তারা। পরে সিটি মেয়র বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।
জানা যায়, পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গতকাল সকাল ৯টা থেকেই প্রতিষ্ঠানটির আশপাশে ভিড় করেন কয়েক শ আবেদনকারী। কিন্তু পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা পেরিয়ে গেলেও গেটে তালা ঝুলতে দেখলে পরীক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি। স্কুলের কাউকে খুঁজে না পেয়ে বাড়ির মালিকের কাছে যান আবেদনকারীরা। মালিক তাঁদের জানান, তিন বছর ধরে ঘরভাড়া বাকি থাকায় বাড়ি থেকে বের করে দেন তিনি।
চারুকলা বিষয়ের শিক্ষক পদের জন্য আবেদন করা ইউছুফ নুরু শ্রাবণ বলেন, ‘মোট ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহীদের আবেদন করতে বলেছিল কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশ করেছিল। পদভেদে ২০০ থেকে ৭০০ টাকা ছিল আবেদন ফি। আমরা প্রায় দুই হাজার নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে বিভিন্ন পদে আবেদন করি। শুক্রবার সকালে ছিল নিয়োগ পরীক্ষার পূর্বনির্ধারিত সময়। কিন্তু আমরা পরীক্ষায় অংশ নিতে এসে দেখি তালা ঝোলানো। ’
জামশেদ উদ্দিন নামের অপর এক আবেদনকারী জানান, গতকাল সকাল ১০টায় নিয়োগ পরীক্ষার সময় ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কোনো নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে উধাও হয়ে গেছে কর্তৃপক্ষ। ওই নিয়োগ পরীক্ষা আদৌ হবে কি না এই আশঙ্কা প্রকাশ করে অনেকে বলেছে, কর্তৃপক্ষ আবেদনপত্র বাবদ আয় করা টাকা নিয়ে পালিয়ে গেছে।
সাদিয়া আক্তার ও আফরোজা খানম নামের আরো দুজন আবেদনকারী বলেন, ‘আমাদের ধারণা, প্রতিষ্ঠানটি নিয়োগের নামে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এর মাধ্যমে তারা আবেদন বাবদ আয় করা টাকা নিয়ে পালিয়ে গেছে। ’
এ ব্যাপারে অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/12/31/447076