২৫ ডিসেম্বর ২০১৭, সোমবার, ৯:১৭

‘আমিনুরকে নাটকের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে’

প্রায় চার মাস আগে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান। পরিবার ও দলীয় নেতাকর্মীর অভিযোগ, অজ্ঞাত লোকজন তাকে তোলে নিয়ে যায়। চার মাস ‘হেফাজতে’ রেখে একটি নাটকের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে গুলশানে বিস্ফোরণের একটি মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমিনুরকে। কিন্তু দীর্ঘ চার মাস কোথায় ছিলেন তিনি এ প্রশ্নের উত্তর মিলছে না। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, গত ২৭শে আগস্ট রাত ১০টার পর তাকে অপহরণ করা হয়।

ওই সময়ে পল্টনের পার্টি অফিস থেকে সাভারের আমিনবাজারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথিমধ্যে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করে আমার মূল্যায়ণ হচ্ছে, এটি রাজনৈতিক অপহরণ। ১১৬ দিন পর গত শুক্রবার সন্ধ্যায় তার ফোন খোলা পাওয়া যায়। এটি সরকারের একটি নাটক। ডিবি বলেছে ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি সত্য না। এম এম আমিনুর রহমান কারও না কারও হেফজতে ছিল। একটি নাটকের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমিনুর রহমানকে গ্রেপ্তার প্রসঙ্গে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বলা হচ্ছে তিনি পলাতক ছিলেন। কিন্তু তিনি কেন পালাবেন। তার নামে কোনো ওয়ারেন্ট ছিল না। কোনো মামলা ছিল না। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারির একটি মামলা। মামলার এজাহারে তার নাম নেই। তদন্তেও তার নাম ছিল না। সুতরাং এটি স্পষ্ট তাকে হেফাজতে রাখা হয়েছিল এবং একটি নাটকের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের বড় ভাই মিজানুর রহমান বলেন, অফিসে থেকে বাসায় ফেরার পথে আমিনুরকে তোলে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পল্টন থানায় জিডি করেছি। কিন্তু চার মাসে তার কোনো সন্ধান পাইনি। কারা তাকে তোলে নিয়েছিল তাও জানি না। এখন মামলা দেয়া হয়েছে। তবু শুকরিয়া ভাইকে ফিরে পেয়েছি। এ বিষয়ে এর চেয়ে বেশি কথা বলতে চাননি তিনি।

আমিনুর রহমানের চার মাসের হিসেব পাননি তদন্ত সংশ্লিষ্টরা। দীর্ঘ চার মাস কোথায় ছিলেন তিনি এ বিষয়ে কোনো তথ্য নেই তদন্ত সংশ্লিষ্টদের কাছে। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, চার মাস কোথায় ছিলেন এ বিষয়ে আমিনুর রহমান কোনো তথ্য দেননি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি বলেছেন, আমাকে আপনারা বিরক্ত করবেন না। যেহেতু তিনি নিখোঁজ ছিলেন তাই আমরাও তাকে বেশি প্রেসার দিচ্ছি না। আমিনুরকে গ্রেপ্তার করা প্রসঙ্গে শেখ নাজমুল আলম বলেন, ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে বিস্ফোরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে এখনও আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি।
গত শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের শাহজাদপুরের সুবাস্তু ভবনের সামনে থেকে আমিনুরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।

 

 

http://www.mzamin.com/article.php?mzamin=97638