২৪ ডিসেম্বর ২০১৭, রবিবার, ২:১৬

‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব গ্রেপ্তার

প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে। গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের শাহজাদপুরের সুবাস্তুর সামনে থেকে গ্রেপ্তার করা হয় এম এম আমিনুর রহমানকে। ওই সময়ে মূল রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন তিনি। তার আগে রাত ৮টা থেকেই আমিনুরকে অনুসরণ করছিলেন ডিবি’র সদস্যরা। প্রযুক্তির সাহায্যে আমিনুরের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান গত ২৭শে আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ডিবি’র অতিরিক্ত কমিশনার শাহজাহান সাজু জানান, ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ চার মাস তিনি কোথায় ছিলেন এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে গুলশানে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচিতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডিবি’র তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই ঘটনায় সন্দেহমূলক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ২০দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির নেতা আমিনুর রহমানকে।

ডিবি জানায়, গ্রেপ্তারের পর গতকাল দুপুরে আমিনুরকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এসময় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জেহাদ হোসেন। বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী মো. আব্দুল রউফ রিমান্ড শুনানি করেন। আইনজীবী আব্দুর রউফ জানান, এমএম আমিনুর রহমানকে গত ২৭শে আগস্ট তার নিজ কার্যালয় থেকে অজ্ঞাতনামা লোকজন উঠিয়ে নিয়ে যায়। তারপর ওই দিনই পল্টন থানায় একটি জিডি করা হয়। তিনি বলেন, তিন বছর আগের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে তার কোনো নাম নেই এবং রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিকতাও নেই।

উল্লেখ, গত ২৭শে আগস্ট নিখোঁজ হন আমিনুর রহমান। তার নিখোঁজে সরকারের হাত রয়েছে বলে এতদিন দাবি করে আসছিলেন বিএনপি ও কল্যাণ পার্টির নেতারা।

http://www.mzamin.com/article.php?mzamin=97517