২৭ নভেম্বর ২০১৭, সোমবার, ১০:০৯

শিক্ষকদের ধর্মঘটে অচল সরকারি কলেজ

জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেয়ার দাবিতে দুই দিনের ধর্মঘট শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা
ক্যাডারের শিক্ষকরা। গতকাল প্রথম দিনের কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। আজও চলছে এই ঘর্মঘট। নো বিসিএস নো ক্যাডার দাবিতে কর্মবিরতির ডাকে সাড়া দিয়ে কর্মকর্তারা সেখানে যোগ দিয়েছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, গতকাল সকাল থেকে সব সরকারি কলেজে কর্মবিরতি চলছে। ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি অফিসিয়াল কার্যক্রমও বন্ধ আছে।

আমরা (শিক্ষকরা) যার যার প্রতিষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবাদ সভা করছি। আজও একই কর্মসূচি পালন করা হবে। শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার-সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিয়েছে সরকার। এর মাধ্যমে সারা দেশে ৩২৫টি বেসরকারি স্কুল ও ৩১৫টি বেসরকারি কলেজ জাতীয়করণ হচ্ছে। এর আগে যেসব বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে, সেগুলোর শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন বিসিএস শিক্ষকরা। নতুন করে সরকারিকরণ করা কলেজগুলোর শিক্ষকদের কী মর্যাদা দেয়া হবে তা এখনও চূড়ান্ত করেনি সরকার। বিসিএস শিক্ষকরা ওই শিক্ষকদের আত্তীকরণ নিয়ে সুস্পষ্ট বিধিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছেন। সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজারের বেশি শিক্ষক বিভিন্ন সরকারি কলেজে কর্মরত রয়েছেন। নতুন করে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার পদমর্যাদা না দেয়ার দাবিতে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দুই দিনের কর্মবিরতির ডাক দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। জাতীয়করণ হওয়া বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে আগামী ৬, ৭ ও ৮ই জানুয়ারি আবারও কর্মবিরতি পালনের ঘোষণা রয়েছে তাদের।

http://www.mzamin.com/article.php?mzamin=93839