৪ মে ২০২৪, শনিবার, ৬:০৮

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ পিছিয়েছে ২ ধাপ

দক্ষিণ এশিয়ায় মুক্ত গণমাধ্যম সূচকে সবার শীর্ষে নেপাল। আগের বছরের চেয়ে সূচকে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের ওপরে আছে বাংলাদেশ, একই সঙ্গে অন্য সব দেশের নিচে অবস্থান। সবার শীর্ষে স্থান পেয়েছে নরওয়ে। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো- ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বৃহস্পতিবার বিশ্ব মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক সূচকে এসব কথা বলেছে। মোট ১৮০টি দেশের ওপর এই রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এতে বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, নির্বাচনের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংস বাধা সৃষ্টি করেছেন ক্ষমতাসীন দলের সমর্থকরা। এখানে জাতীয় নির্বাচনের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে যে সহিংসতা ঘটেছে তাকে অগ্রহণযোগ্য বলে এর নিন্দা জানিয়েছে আরএসএফ। রিপোর্টে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচন সাংবাদিকদেরকে ঝুঁকিতে ফেলেছিল।

৭ই জানুয়ারি যখন প্রায় ১২ কোটি বাংলাদেশি জাতীয় নির্বাচনে নতুন একটি পার্লামেন্টের সদস্য নির্বাচন করতে যান, তখন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল আরএসএফ। এর আগে গত বছর ২৮শে অক্টোবর প্রতিবাদ বিক্ষোভের সময় ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় আরএসএফ।

তারা আরও বলেছে, বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা উদ্বেগজনকভাবে লঙ্ঘন করা হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে আরএসএফ আহ্বান জানিয়েছে, সাংবাদিকদের সুরক্ষার পরিষ্কার প্রতিশ্রুতি। আরএসএফ’র রিপোর্টে বাংলাদেশের এবারকার স্কোর ২৭.৬৪। এই স্কোর নিয়ে ১৬৫তম বাংলাদেশ। ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের নিচে অবস্থান করছে বাংলাদেশ। আরএসএফ’র রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত। সারা বিশ্বের মধ্যে তাদের অবস্থান যথাক্রমে ১৫০, ১৫২ ও ১৫৯তম। ভারত আগের বছরের থেকে দুই ধাপ এগিয়েছে। তারা আগের বছর ছিল ১৬১তম। এবারকার অবস্থান ১৫৯তম। দক্ষিণ এশিয়ায় সবার নিচে স্থান হয়েছে আফগানিস্তানের। তারা আগের বছরের তুলনায় পিছিয়েছে ২৬ ধাপ। এবার তাদের অবস্থান ১৭৮তম। তালিকায় তাদের নিচে আর আছে মাত্র দু’টি দেশ। রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক দিয়ে গোটা বিশ্বে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রয়েছে দ্বিতীয় অবস্থানে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক কর্মস্থল হলো মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান।

https://mzamin.com/news.php?news=108259