৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৩:০৩

ভ্যাপসা পরিবেশে অসুস্থতা বাড়ছে

গরমে ঘামে অস্বস্তিতে মানুষ

গরমে আর ঘামে অস্বস্তিতে মানুষ। ভাপসা গরমে বাড়ছে অসুস্থতা। বিশেষ করে জ্বর, সর্দি ও কাশি দেখা যাচ্ছে। ডায়রিয়ার প্রকোপ বেড়েছে কোনো কোনো এলাকায়। হাসপাতালগুলোতে পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। ঢাকায় ডায়রিয়ার সুচিকিৎসা দেয়া হয় মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানেও কয়েক দিন যাবৎ বেড়েছে রোগীর চাপ। অন্য দিকে দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে বেড়েছে হিটস্ট্রোক। প্রখর সূর্যালোকে চলতে চলতে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। এমনিতেই মাহে রমজানে দিনে পানাহার বন্ধ, তার ওপর পিপাসা পেলে পানি পানের কোনো উপায় থাকে না বলে পথ চলতে চলতে হঠাৎ পড়ে যাচ্ছেন অনেকেই, এটাই হিটস্ট্রোক। এই গরমে পানি পান করতে না পারলে ঠাণ্ডা পরিবেশে সময় কাটালে হিটস্ট্রোক এড়ানো সম্ভব। তবে এভাবে হঠাৎ পড়ে গেলে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়াই ভুক্তভোগীর জন্য কল্যাণকর হয়ে থাকে। কারণ এটার সাথে অনেকের উচ্চ রক্তচাপেরও সম্পর্ক থাকতে পারে। গতকাল শনিবার চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি গরম মৌসুমে এটাই ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রার অন্য এলাকাগুলো হলো- রাজশাহী অন্যতম, এখানে তাপমাত্রা উঠেছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের চেয়ে এখানে তাপমাত্রা বেড়েছে। এ ছাড়া যশোরে রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

চরম গরম থেকে রক্ষা পেতে অনেকেই রোজা ভাঙার সাথে সাথে ঠাণ্ডা পানি, বরফ মিশ্রিত শরবত এবং অন্যান্য ঠাণ্ডা পানীয় পান করে হঠাৎ সর্দি-কাশি এমনকি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাচ্ছেন। গরমে কাজ করতে গিয়ে ঘামে নেয়ে যাচ্ছেন অনেকেই। বিশেষ করে গ্রামে কৃষক ও শহরাঞ্চলের রিকশাওয়ালারা এ সমস্যায় ভুগছেন। ঘামে শরীর থেকে পানি ঝরে পরে হঠাৎ দুর্বল হয়ে পড়ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশব্যাপী চলমান তাপ প্রবাহের দাপট আজ হয়তো কিছুটা কমে যেতে পারে। তা সত্ত্বেও আজ রোববার দেশের কোনো কোনো স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপ প্রবাহের আওতায় থাকতে পারে পাবনা ও চুয়াডাঙ্গা জেলা।

এই দুই জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। তাছাড়া বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় এসব স্থানের তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। আবহাওয়া অফিস বলেছে, তবে এসব স্থানের মধ্যে কয়েকটি স্থান থেকে আজ রোববার তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

https://www.dailynayadiganta.com/last-page/827101