২৮ আগস্ট ২০২৩, সোমবার, ৫:৩৪

ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ২৩২৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে দেশে, নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ৩২৭ জন। এককভাবে ঢাকা শহরের ২০ সরকারি ও ৫৬ বেসরকারি হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিল ৯২০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪০৭ জন। সারা দেশের হাসপাতালগুলোতে গতকাল পর্যন্ত আট হাজার ২৯৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, সারা দেশে আক্রান্তের দিক থেকে ডেঙ্গুতে নারীদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি হলেও নারীদের মৃত্যুর হার বেশি। গত এক সপ্তাহে (২০ থেকে ২৬ আগস্ট) সারা দেশে আট হাজার ৮৫০ জন পুরুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হলেও তাদের মধ্যে মৃত্যুর হার মোট আক্রান্তের ০.২৯ শতাংশ। অন্য দিকে সারা দেশে একই সময়ে পাঁচ হাজার ৪৭৪ জন নারী রোগী ডেঙ্গু আক্রান্ত হলেও তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট আক্রান্তের ০.৮২ শতাংশ। গত সপ্তাহে মোট ৭১ জন ডেঙ্গু রোগী মারা গেলেও তাদের মধ্যে পুরুষ রোগী মারা গেছে ২৬ জন এবং নারী রোগী মারা গেছে ৪৫ জন। গত সপ্তাহে যারা ডেঙ্গু রোগে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে ঢাকা শহরে ৪৫ জন, ঢাকা শহর বাদে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে আটজন, খুলনা বিভাগে দু’জন, রাজশাহী ও সিলেট বিভাগে কেউ মারা না গেলেও ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গু রোগী মারা গেছে।

গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত যে ১১ জন ডেঙ্গু রোগী মারা গেছে এদের মধ্যে ঢাকা শহরে আটজন এবং ঢাকার বাইরে তিনজন রয়েছে।

ঢাকা শহরের হাসপাতালগুলোর মধ্যে গতকালও মুগদা হাসপাতালে সবচেয়ে বেশি ৮৯ ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩০২ জন রোগী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ৫৬ জন রোগী ভর্তি করলেও এই হাসপাতালে ৩১৮ জন রোগী চিকিৎসাধীন আছে। তবে গতকাল ঢাকার ২০ সরকারি হাসপাতালে মোট ৫৩৩ জন রোগী ভর্তি হয়েছে। বেসরকারি ৫৬ হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮৭ জন।

চলতি আগস্ট মাসে গতকাল রোববার পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৬৭৯ জন নারী-পুরুষ ও শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯৭ জনের। আজ সোমবার চলতি আগস্ট মাসে মৃত্যু হয়তো ৩০০ ছাড়িয়ে যাবে, যা এর আগে সারা বছরেও এত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

 

https://www.dailynayadiganta.com/first-page/773092