১৩ আগস্ট ২০২৩, রবিবার, ১:০৪

বাংলাদেশে ডেঙ্গু বাড়ছে ‘নজিরবিহীনভাবে’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে। এ পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ডেঙ্গু ঠেকাতে মশা প্রতিরোধকের ব্যবহার ও দেহের সর্বাধিক অংশ ঢেকে রাখতে লম্বা জামা পরিধানের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৬৪ জেলার সব ক’টিতেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে। শুধু জুলাই মাসেই ৪৩ হাজার ৮৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ মাসে মারা গেছেন ২০৪ জন।

বিবৃতিতে বলা হয়, গত পাঁচ বছরের মধ্যে জুলাইয়ে এডিস মশাবাহিত রোগটির এ অস্বাভাবিক বৃদ্ধি ছিল নজিরবিহীন। এটি বাংলাদেশে রোগটির চলমান প্রকোপের ভয়াবহতা স্পষ্ট করেছে।

বাংলাদেশে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে অনিয়মিত ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে মশার সংখ্যা বেড়েছে। বিবৃতিতে বাংলাদেশের ডেঙ্গুঝুঁকিকে ‘উচ্চ’ পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি মশার সংখ্যা কমিয়ে আনতে সমন্বিত নিধন ব্যবস্থাপনা বা আইবিএম পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে মশার প্রজননক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছে।

https://samakal.com/bangladesh/article/2308189461