১২ জুন ২০২৩, সোমবার, ৪:০১

রাজধানীর কোরবানির পশুহাট আ’লীগ নেতাদের দখলে

রাজধানীর কোরবানির পশুরহাট নিয়ে বরাবরের মতোই সিন্ডিকেট হয়েছে। নামকা ওয়াস্তে কয়েকজন দরপত্রে অংশ নিলেও মূলত পরিচিতরাই ইজারা পেয়েছেন। আর যারা হাট ইজারা পেয়েছেন তাদের বেশির ভাগই সরকারি দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দুই সিটি করপোরেশনে এ বছর স্থায়ী ও অস্থায়ীসহ মোট ১৯টি পশুর হাট বসার কথা। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সারুলিয়া স্থায়ী হাটসহ মোট ১০টি। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) গাবতলীর স্থায়ী হাটসহ মোট ৯টি হাট বসবে। তবে ইজারা আহ্বান করলেও উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে আফতাবনগর পশুর হাট এবার বসার সম্ভাবনা খুবই কম। এ দিকে দুই সিটির বেশির ভাগ হাটের ইজারা চূড়ান্ত হলেও ডিএসসিসির দু’টি হাটের ইজারা এখনো বাকি। সিন্ডিকেট করে দু’টি হাটে কেউ দরপত্র জমা দেয়নি। এ কারণে সিটি করপোরেশন বাধ্য হয়ে আগামী ২০ জুন উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে। আর অস্থায়ী হাটের বেশির ভাগের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেয়া হলেও বারবার নির্দিষ্ট কিছু আওয়ামী লীগ নেতাকর্মী এসব হাট ইজারা পান। সংশ্লিষ্টরা মনে করেন, স্বচ্ছভাবে ইজারা হলে আরো বেশি আয় হতো দুই সিটি করপোরেশনের।

ঢাকা উত্তর সিটিতে ইজারা পেলেন যারা : তিন কোটি ৭০ লাখ টাকায় ভাটারা সাঈদনগর পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান। ছয় কোটি টাকা ইজারামূল্যে উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পশুর হাট পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহিবুল হাসান। এক কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকায় মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় পশুর হাটের ইজারা পেয়েছেন কামাল হোসেন। তিনি সরকারদলীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দুই কোটি ২০ লাখ টাকায় মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গার ইজারা পেয়েছেন এনায়েত হোসেন ভূঁইয়া। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৬০ লাখ ৭০ হাজার টাকায় তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে কোরবানি পশুর হাটের ইজারা পেয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হোসেন খান। তিনি গত বছরও এ হাটের ইজারা পেয়েছিলেন। এক কোটি ৩৭ লাখ টাকায় কাউলা শিয়ালডাঙ্গা পশুর হাট পেয়েছেন ভাসানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম। ১৬ লাখ ৫০ হাজার টাকায় ৪৪ নম্বর ওয়ার্ডের রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা পশুর হাটের ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জেহাদ-আল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটিতে ইজারা পেলেন যারা : ঢাকা-৭ আসনের আলোচিত সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম চতুর্থবারের মতো লালবাগ রহমতগঞ্জ ক্লাব পশুর হাটের ইজারা পেয়েছেন। নির্ধারিত দর ৩৯ লাখ ৩২ হাজার টাকার বিপরীতে সোলাইমান সেলিম ৫৬ লাখ ১৫ হাজার টাকায় হাটটির ইজারা পেয়েছেন। সোলাইমান সেলিম গত সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এবারো মনোনয়ন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ মাঠে কোরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন ওয়াহিদুর রহমান ওয়াকিব। তিনি ঢাকা-৭ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন। তা ছাড়া হাজারীবাগ রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি তিনি। গত বছরও এই হাটের ইজারা পেয়েছিলেন ওয়াকিব। মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গার হাটের ইজারা পান খিলগাঁও থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আওরঙ্গজেব টিটু। প্রথম দফায় এক কোটি ৭৫ লাখ টাকায় ইজারা নেন তিনি। টিটু ছাড়া এ হাটের জন্য মাত্র একটি দরপত্র জমা পড়েছিল। দ্বিতীয় দফায় আগের মূল্যের চেয়ে এক কোটি ২৬ লাখ টাকা বেশি দিয়ে তিন কোটি এক লাখ টাকায় ইজারা নেন টিটু। ৫০ লাখ টাকায় ডেমরার আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গার ইজারা পান ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদের বড় ভাই ও ডেমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। চার কোটি ৭১ লাখ টাকায় যাত্রাবাড়ী দনিয়া কলেজসংলগ্ন আশপাশের এলাকায় পশুর হাট ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: কামরুজ্জামান। সমালোচনা এড়াতে ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও পোস্তগোলা শ্মশানঘাটের হাটের ইজারাদার পরিবর্তন হলেও এবারো আগের সিন্ডিকেটই ইজারা পেয়েছে। দুই কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায় ধোলাইখাল ট্রাক টার্মিনাল-সংলগ্ন পশুর হাটের ইজারা পেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইরান। প্রথম দফায় তিনি ছাড়া আর কেউ হাটের জন্য দরপত্র জমা দেননি। দ্বিতীয় পর্যায়ে দরপত্রে এক কোটি ৮৯ লাখ টাকা বেশি মূল্যে ৪ কোটি ৫৩ লাখ টাকায় পেয়েছেন মোহাম্মদ হোসেন। পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় সপ্তমবারের মতো পশুর হাটের ইজারা পান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪৭ নম্বর ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন চিশতী। দ্বিতীয় পর্যায়ে দরপত্রে ১১ লাখ টাকা বেশি মূল্যে দুই কোটি ৮১ লাখ টাকায় শাহনুর রহমান ইজারা নেন।

এ দিকে ডিএসসিসির পশুর হাটের দ্বিতীয় পর্যায়ে লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন হাটে কেউ দরপত্র ক্রয় না করায় হাটটি কাউকে ইজারা দেয়া হয়নি। এ হাটটির সাথে আগামী ২০ জুন উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের এলাকার খালি জায়গায় তৃতীয় পর্যায়ের উন্মুক্ত দরপত্র অনুষ্ঠিত হবে। এসবের বাইরে ডিএসসিসির সারুলিয়া স্থায়ী কোরবানির পশুর হাটে থাকছে কোরবানি পশুর বিশেষ আয়োজন। পশু বিক্রির হাসিল থাকছে শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন হাট পরিচালনার জন্য নির্ধারিত জায়গা ব্যবহারের অনুমোদন পাবেন ইজারাদাররা।

https://www.dailynayadiganta.com/first-page/754804