২৫ জুন ২০২১, শুক্রবার, ১:১২

রামেকে এক দিনে রেকর্ড ১৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে মারা গেলেন আরও ২০ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগের ছয় জেলায় ২০ জন এবং বগুড়ায় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেও ঠেকানো যাচ্ছে না করোনা। কারণ সাধারণ মানুষ অসচেতন হওয়ায় এসব বিধিনিষেধ ভালোভাবে কার্যকর হচ্ছে না। অনেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না। এমনকি কারও কারও মুখে মাস্ক পর্যন্ত দেখা যায় না। আজ থেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ এলাকায় লকডাউন দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান লকডাউন ও বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১৭ জনের। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, সাতক্ষীরায় দুজন ও মেহেরপুরের একজন রয়েছেন।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় ও দুজন উপসর্গে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৭৩। হাসপাতালের আবাসিক ডাক্তার তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলায় সংক্রমণরোধে ২০ জুন থেকে লকডাউন চলছে।

বগুড়া : জেলায় গত ২৪ ঘণ্টায় (এক দিনে) সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গেল ৯ দিনে জেলায় ৩৬ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

যশোর : জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময় জেলায় নতুন করে আরও ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার যশোরের সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন। এদিকে বুধবার মধ্য রাত থেকে যশোরে টানা তিন সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।

সিলেট : গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫৮ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারের ১৫ জন। একই সময়ে শুধু সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ৬৫২ জন।

বরিশাল : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিগগিরই বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছে সিভিল সার্জন। এ সংক্রান্ত একটি চিঠি বুধবার জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। এদিকে বরিশাল বিভাগে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাতক্ষীরা : জেলায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চতুর্থ সপ্তাহের এই লকডাউন শুরু হবে আজ সকাল থেকে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে সাতক্ষীরায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাগেরহাট : জেলায় গেল ২৪ ঘণ্টায় ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাটে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। অভ্যন্তরীণ ১৬টি রুটে সব ধরনের যান চলাচল ও দোকানপাট, শপিংমল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেরপুর : শেরপুর সদর উপজেলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানছেন না। অনেকে মাস্ক ছাড়াই দল বেঁধে ঘোরাঘুরি করছেন, আড্ডা দিচ্ছেন। বৃহস্পতিবার শহরের বাজারগুলোতে অনেক ক্রেতা-বিক্রেতাকে মাস্ক ছাড়া দেখা গেছে। চলছে বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানও। এদিকে জেলায় ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ : আজ ভোর ৬টা থেকে ১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১টি এলাকায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এলাকাগুলো হলো-মাসকান্দা (বাসস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা, নওমহল, আর কে মিশন রোড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙিনারপাড়।

মঠবাড়িয়া (পিরোজপুর) : কাল শনিবার থেকে মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও স্বরূপকাঠি পৌর এলাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুর : গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে তিনজন, দিনাজপুরে দুই, রংপুরে এক ও লালমনিহাটের একজন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

নোয়াখালী ও কোম্পানীগঞ্জ : নোয়াখালীর শহিদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী ১২০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং বাকিরা উপসর্গে মারা গেছেন। একই সময়ে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে নোয়াখালীতে চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে।

টাঙ্গাইল : জেলায় বৃহস্পতিবার আরও ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন। করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডকে করোনা ইউনিট হিসাবে প্রস্তুত করা হয়েছে।

https://www.jugantor.com/todays-paper/first-page/435444