২৩ জুন ২০২১, বুধবার, ১২:৫৩

করোনা ঠেকাতে কঠোর প্রশাসন

সীমান্তের জেলাগুলোয় বাড়ছে লকডাউন

এক দিনে খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু

রাজধানী ঢাকার বাইরে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বিভিন্ন জেলায় করোনা শনাক্তের হার ৫০ শতাংশের কাছাকাছি। কোথায়ও আবার তা ছাড়িয়ে গেছে। শনাক্তের হার দিনাজপুরে প্রায় ৬২ শতাংশ, বাগেরহাটে ৪৯ দশমিক ৫৫ শতাংশ, যশোরে ৪৮ ও সাতক্ষীরায় ৪৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

এক দিনে খাগড়াছড়িতে করোনা শনাক্ত বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ২৭ জন ও রংপুর বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা জেলায় নয়জন, সাতক্ষীরায় নয়জন, যশোরে আটজন, কুষ্টিয়ায় পাঁচজন, বাগেরহাটে চারজন, বগুড়ায় তিনজন, নড়াইলে তিনজন, ফরিদপুরে তিনজন, ঝিনাইদহে স্বামী-স্ত্রীসহ তিনজন, দিনাজপুরে দুজন ও মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ঝিনাইদহ, দিনাজপুর ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

আবার কোথাও কোথাও নতুন করে লকডাউন শুরু করা হয়েছে। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আট দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে, কুষ্টিয়ায় দেড় মাস বয়সি শিশুর দেহেও করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে চারজন, বাগেরহাটে চারজন, নড়াইলে তিনজন ও মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে।

এ সময় ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, খুলনায় সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন মঙ্গলবার সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ করা গেছে। দিনের শুরুতে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। নগরীর শিববাড়ি, জোড়াগেট, ডাকবাংলো, পিকচার প্যালেস, ময়লাপোতা, শান্তিধাম, সাতরাস্তা, রয়েল মোড়, টুটপাড়া মোড়, রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের ব্যস্ত থাকতে দেখা গেছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ। এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ১২টা থেকে পুরো জেলায় কঠোর লকডাউন চলছে। শহরের আটটি প্রবেশমুখে কড়া পাহারা বসানো হয়েছে। এদিকে, হাসপাতালে দেড় মাস বয়সি শিশুর দেহেও করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির জ্বর ও সর্দি থাকলেও জটিল উপসর্গ নেই।

ঝিনাইদহ : ঝিনাইদহে করোনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের কৃষক নুর ইসলাম (৬০), তার স্ত্রী রাহেলা খাতুন (৫০) এবং কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল (৬৫)। এ ছাড়া ১১ জনের নমুনা পরীক্ষা করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথিলা ইসলাম জানান, শিশুদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়ছে।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও ১৩ জনের মৃত্যু হয়েছিল। ১৩ জনের মধ্যে ১২ জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোরে। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহীর ১২ জনের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

যশোর : গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ শতাংশ। যশোর ২৫০ শয্যার হাসপাতালে দুইজন, উপজেলা হাসপাতালে দুইজন এবং জেনারেল হাসপাতালে চারজন মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, যশোরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী।

কঠোর লকডাউন ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ থেকে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাতদিনের সর্বাত্মক বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে ১৫ দিনের বিধিনিষেধ কার্যকর করেও করোনা সংক্রমণের গতি কমানো যায়নি। এ কারণে আরও সাতদিন বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ দাঁড়িয়েছে। সোমবার এ হার ছিল ১৪ শতাংশ। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ২১ জনের মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা সদরের পাঁচজন ও মানিকছড়ির একজন।

দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলায় ২৪ ঘণ্টায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হার প্রায় ৬২ শতাংশ। দুইজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় জেলায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হার ৪৪ শতাংশ।

সাতক্ষীরা : চলমান লকডাউনের তৃতীয় সপ্তাহের চতুর্থ দিন মঙ্গলবার সাতক্ষীরা হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। অন্যজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত সাতক্ষীরায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৬ শতাংশ।

বাগেরহাট : বাগেরহাটে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনের ব্যবধানে এ হার ৮ শতাংশ বেড়ে ৪৯. ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। করোনার হটস্পট মোংলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের শনাক্ত হয়েছে। মোংলায় শনাক্তের হার কমেছে। এ হার ৩৫ দশমিক ৭১ শতাংশ। ফকিরহাটে ২৮ জনের মধ্যে ১৪ জনের শনাক্ত হয়েছে। সদর উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখানে শনাক্তের হার ৬৩ দশমিক ৩৩ শতাংশ। মোরেলগঞ্জে শনাক্তের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ।

বগুড়া : ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৫২ শতাংশ।

রংপুর : রংপুর বিভাগের আট জেলায় একদিনে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে দুইজন, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে একজন করে মারা গেছে।

ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ফরিদপুরে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার কঠোর হতে দেখা গেছে পুলিশ প্রশাসনকে। ফলে শহরের কাঁচা বাজার ও ওষুধের দোকান ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

বরিশাল : বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরীর বাসিন্দা। এখানে করোনা শনাক্তের হার ২৯ শতাংশের বেশি, যা আগের দিন ছিল ২৭ ভাগ। মঙ্গলবার নগরীর বাংলাবাজার এলাকার ৫৬ বছর বয়সি এক নারী হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলায় আটদিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ থেকে শুরু হয়ে আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৩১ জন এবং উপজেলায় ৯৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর : মেহেরপুরে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১৫ দিন লকডাউন চলবে। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান, কৃষি প্রয়োজনীয় দোকান খোলা থাকবে।

নাটোর : দুটি পৌরসভায় টানা ১৪ দিন লকডাউনের পর মঙ্গলবার রাত ১০টায় জেলার আটটি পৌরসভায় নতুন করে সাতদিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার যোগদান করা নতুন জেলা প্রশাসক শামীম আহমেদ এই লকডাউনের ঘোষণা দিলেন। বুধবার (আজ) সকাল ৬টা থেকে শুরু এই লকডাউনে কঠোরভাবে সব বিধিবিধান মানা হবে বলেও তিনি জানান।

https://www.jugantor.com/todays-paper/last-page/434737/