৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৮:৩৩

লকডাউনেও ঠেকানো যাবে না নতুন করোনা

করোনার নতুন সংক্রমণ ঠেকাতে দেশে দেশে ফিরছে লকডাউন। চতুর্থ ধাপের বিধিনিষেধ কার্যকর হয়েছে ব্রিটেনে। জার্মানিতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। লকডাউনের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ডেনমার্কেও। কানাডার কুইবেকে সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ।

কঠোর বিধিনিষেধের কারণে এসব দেশে এখন গত বছরের মার্চ-এপ্রিলের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এসব লকডাউন কি আদৌ করোনার নতুন স্ট্রেইন ঠেকাতে পারবে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, লকডাউনে গত বছর করোনার সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হলেও এবার আর তেমনটি হবে না।

কারণ হিসেবে তারা বলছেন, এবার দেশে দেশে করোনার নতুন যে ভেরিয়ান্ট ছড়িয়ে পড়েছে, তা গত বছরের করোনার চেয়ে কয়েক গুণ সংক্রমণপ্রবণ। এটা আগের চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ফলে এর নিয়ন্ত্রণে শুধু লকডাউনই যথেষ্ট হবে, তেমন গ্যারান্টি নেই। যেমনটি বলছেন লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন। মঙ্গলবার বিবিসির ‘ইনসাইড হেলথ’কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটি নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ হবে না। করোনার নতুন ভেরিয়ান্ট না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো।’

তিনি আরো বলেন, যেসব পদক্ষেপ ও বিধিনিষেধ আগে বেশ কার্যকর হয়েছিল, নতুন করোনায় সেসব পদক্ষেপ অকার্যকর হয়ে পড়তে পারে। এটি সত্যিই ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন কর্মসূচি। এর মধ্যেই ডিসেম্বরের শেষ দিকে ব্রিটেনে ধরা পড়ে করোনাভাইরাসের নতুন ভেরিয়ান্ট। পরবর্তী তিন সপ্তাহে তা শনাক্ত হয়েছে বিশ্বের কয়েক ডজন দেশে। ভাইরাসটিকে ‘মিউট্যান্ট’ তথা বহুরূপী হিসেবে অভিহিত করা হচ্ছে, যা ইংল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঘটনা সামনে আসে। এর পরপরই বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্রিটেন। বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনের প্রাপ্ত করোনার এই নয়া স্ট্রেন আগেরটির চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এর মোকাবেলায় এরই মধ্যে চালু হওয়া ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ভাইরাসটির সংক্রমণ রুখতেই চলতি সপ্তাহে নতুন করে ছয় সপ্তাহের লকডাউন ঘোষণা করেন ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসনের বার্তা, মিউট্যান্ট ভাইরাসকে বাগে আনতেই এ পদক্ষেপ। সেই সাথে দেশবাসীকে নতুন করে ঘরবন্দী হতে আর্জি জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনে করোনা মোকাবেলায় অনেকটাই কাজে দিয়েছে আগের লকডাউনগুলো। প্রথমবার ব্রিটিশদের জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। আর এর ফলে খুব দ্রুতই কমে আসে করোনার সংক্রমণ। গত বছরের মতো এবারো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু গতবারের চেয়ে এবারের পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পার্থক্য রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণ সক্ষমতা। ব্রিটেনে ভাইরাসটি আগের ভাইরাসের চেয়ে কয়েক গুণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

টিকা নিতে ফরাসি নাগরিকদের অনীহা : অডোক্সা পোলিং গ্রুপ এবং লা ফিয়াগোরো সংবাদপত্রের এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ফ্রান্সের ৫৮ শতাংশ জনগোষ্ঠী কোভিড-১৯ এর টিকা নিতে আগ্রহী নয়। যুক্তরাজ্যে এই সংখ্যা ৩৩ শতাংশ আর যুক্তরাষ্ট্রে ৪১ শতাংশ। প্যারিসভিত্তিক থিংকট্যাংক জেন জাউরসের গবেষক অ্যান্টনি ব্রিসটিয়েলে রয়টার্সকে বলেন, ‘বিজ্ঞান বিশেষজ্ঞ এবং সরকার যা বলছে তা বহু মানুষ বিশ্বাস করছেন না।’ তবে সবচেয়ে বড় সমস্যা হলো সরকারের প্রতি অবিশ্বাস। ১৯৯০-এর দশকের শুরুতে স্বাস্থ্যসংক্রান্ত দু’টি ঘটনার দিকে ইঙ্গিত করেন ব্রিসটিয়েলে। ওই সময় হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা প্রচলন এবং রক্ত দূষণ কেলেঙ্কারিতে সরকারের সম্পৃক্ততার অভিজ্ঞতা থেকে ফ্রান্সে বহু মানুষ ভয় পাচ্ছেন।

কর্নাটকে স্কুল খোলার পর শিক্ষকদের মধ্যে সংক্রমণ বেড়েছে : ভারতের কর্নাটকে স্কুল-কলেজ খোলার মাত্র পাঁচ দিনের মাথায় শিক্ষকদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে গেছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। রাজ্যের কেবল বেলাগাভি জেলাতেই ১৮ জন শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এ কারণে আবার চালুর আগেই রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মীদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত মঙ্গলবার বেলাগাভির জেলা প্রশাসক এমজি হিরেমাথ গণমাধ্যমের কাছে চিক্কোড়ি জেলায় চারজন ও বেলাগাভি জেলায় ১৮ জন শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি স্বীকার করেন।
ফিলিস্তিনিদের টিকা দিতে ইসরাইলকে অ্যামেনেস্টির আহ্বান : ফিলিস্তিনের দখলকৃত গাজা ও পশ্চিম তীরে করোনাভাইরাসের টিকা দিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্ট্রি ইন্টারন্যাশনাল। আরব নিউজ জানিয়েছে গতকাল সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মেনে তাদের টিকা দিতে আহ্বান জানানো হয়। ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে ২৮ লাখ ফিলিস্তিনি বসবাস করছে, তারা ইসরাইলের কাছে প্রকাশ্যে কোনো সহযোগিতা চাননি।

কোভিড ওয়ার্ডে দুই ঘণ্টার বেশি বেঁচে থাকে ভাইরাস : বায়ুমণ্ডলে করোনাভাইরাসের স্থায়িত্ব নিয়ে এরই মধ্যে বিস্তর গবেষণা হয়েছে। এবার একটি গবেষণায় জানা গেছে যে হাসপাতালের কোভিড ওয়ার্ডে টানা দুই ঘণ্টার বেশি বাঁচতে পারে এই মারণ ভাইরাস। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) ও ইনস্টিটিউট অব মাইক্রোবিয়াল টেকনোলজির (সিএসআইআর) একটি যৌথ গবেষণায় এ বিষয়টি উঠে এসেছে। কোভিড ওয়ার্ডের মধ্যে যে বায়ুম-ল, তাতে মিশেই এতটা সময় বেঁচে থাকে এই ভাইরাস।

কানাডায় ফ্রিজারে পড়ে আছে ভ্যাকসিন : কানাডার বিভিন্ন প্রদেশে এরই মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে। এ পর্যন্ত ফাইজার ও মডার্নার টিকা মিলিয়ে মোট চার লাখ ২৪ হাজার হাজার ৫০ ডোজ ভ্যাকসিন হাতে পেয়েছে দেশটি। তবে গত মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে সারাদেশে মাত্র এক লাখ ৪৮ হাজার নাগরিককে ভ্যাকসিন দেয়া হয়েছে। ফলে টিকাগুলো এসে ফ্রিজারে পড়ে আছে। টিকা দেয়ায় প্রভিন্সগুলোর ধীর গতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

কুইবেকে সংক্রমণ ঠেকাতে কারফিউ : কানাডার কুইবেক প্রদেশে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে এই প্রথম কারফিউ জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে লকডাউনের অংশ হিসেবে এ কারফিউ বলবৎ হবে। কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

https://www.dailynayadiganta.com/first-page/554325