১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ৬:৪৫

দুই ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বারের বিরুদ্ধে মামলা, বরিশালে ত্রাণের চাল চুরির ঘটনায় তোলপাড়

ত্রাণের চাল চুরি আর ওজনে কম দেয়ার ঘটনায় বরিশালে তোলপাড়। বুধবার একদিনেই বরিশালের বিভিন্ন উপজেলায় আটটিরও বেশি এ জাতীয় ঘটনা ঘটেছে। মামলা হয়েছে দুই ইউপি চেয়ারম্যান ও তিন মেম্বারের বিরুদ্ধে।

জরিমানা করা হয়েছে আরও তিন ইউপি সদস্যসহ আওয়ামী লীগের কয়েক নেতাকে। এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি সংকটে পড়ল বলে মনে করছেন অনেকে। তবে এ অভিযোগ মানতে নারাজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

তার মতে, ‘পুরো বাটির মধ্যে দুই-একটা মরা চাল থাকবেই। তার মানে এই নয় যে, সব চালই নষ্ট। মরা চাল ফেলে দিয়ে যেমন ভাত রান্না করি আমরা, তেমনি এক্ষেত্রেও

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে একজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। চাল চোরদের দলে জায়গা হবে না।’

করোনা দুর্যোগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। পাশাপাশি চলছে জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে মার্চ এবং এপ্রিলের মোট ৮০ কেজি চাল দেয়ার কর্মসূচি। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকায় দুই মাসের এ চাল পাচ্ছেন জেলেরা।

অসহায় দরিদ্র মানুষকে সহায়তা বাবদ সরকারের দেয়া এ চাল নিয়েই বর্তমানে হরিলুট বসিয়েছেন একশ্রেণির আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। শুধু বুধবার একদিনেই বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ঘটেছে এ ধরনের ৭টি ঘটনা।

দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাসহ তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে বেশ কয়েক সদস্যকে; যাদের মধ্যে একজন সংরক্ষিত মহিলা সদস্যও রয়েছেন। বুধবার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে অভিযান চালান র‌্যাব সদস্যরা। দেখা যায়, ৮০ কেজির স্থলে জেলেদের ৩০ কেজি করে চাল দিচ্ছেন ইউপি সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরে আলম হাওলাদার। পরে বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দুই ইউপি সদস্য মো. রোকন এবং জাকির হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এরপর র‌্যাব অভিযান চালায় কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূরে আলম হাওলাদারের বাবুগঞ্জ উপজেলার স্টিমারঘাট এলাকার বাসভবনে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৮৪ বস্তা চাল। পরে পলাতক নূরে আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ভুয়া নামে চাল দেয়ার সময় ধরা পড়েন সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হেলেনা বেগম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারিহা তানজিম।

এর আগে গৌরনদী উপজেলায় বুধবার ৫৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লে ৬ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্ত এবং তার কর্মচারী পঙ্কজ সাহাকে।

বুধবার বরিশালের হিজলা উপজেলায় সরকারের ১০ টাকা কেজি দরের ৫৩০ কেজি চাল অবৈধ মজুদ করার ঘটনায় হরিনাথপুর ইউনিয়নের ইউনুস সরদারকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

চাল আত্মসাতের ঘটনায় মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি হয়েছে আন্ধারমানিক ইউনিয়নের শহিদুল ইসলাম কাজীর বিরুদ্ধে।

মৎস্য কর্মকর্তা শিমুল রানীর করা ওই সাধারণ ডায়েরিতে শহিদুল ইসলামের বিরুদ্ধে জেলেদের জন্য সহায়তার চাল ৪০ কেজির স্থলে জনপ্রতি ৩০ কেজি করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ নেতা শহিদুল সর্বশেষ ইউপি নির্বাচনে আন্ধারমানিকে চেয়ারম্যান নির্বাচিত হন।

বুধবারের ওই ঘটনা জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। বিদ্যানন্দপুরে ইউপি চেয়ারম্যান আবদুল জলিলের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

https://www.jugantor.com/todays-paper/last-page/298892/