১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ৬:৪৩

ত্রাণের দাবিতে সারা দেশে শ্রমজীবীদের বিক্ষোভ

নওগাঁয় উসকানি দেয়ার অভিযোগে জেল-জরিমানা

ত্রাণের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে নিম্ন আয়ের শ্রমজীবীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এসব মানুষ দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে কোথাও কোথাও। এছাড়া মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবহন শ্রমিকরা।

করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ববিধির তোয়াক্কা না করেই তারা রাস্তায় বেরিয়ে আসে। এর ফলে করোনাঝুঁকি বহুগুণে বেড়ে যাচ্ছে।

বাঘা (রাজশাহী) : সামাজিক দূরত্ববিধি উপেক্ষা করে ত্রাণের দাবিতে বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুরে বিক্ষোভ করেছে দিনমজুররা। তাদের দাবি লকডাউনের কারণে ঘরে বসে থাকায় তারা এখন অভুক্ত। কাজ নেই, ত্রাণও মিলছে না।

এ সময় দুই শতাধিক দিনমজুর বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন, ইউএনও শাহিন রেজা, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম, বাঘা থানার পুলিশ গিয়ে ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা শান্ত হন।

ভূঞাপুর-বঙ্গবন্ধু সড়ক অবরোধ : ভূঞাপুর (টাঙ্গাইল)- টাঙ্গাইলের ভূঞাপুরে লকডাউনে থাকা জিগাতলা গ্রামবাসী ভূঞাপুর-বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অবরোধ চলে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। গ্রামের ৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় গ্রামটি লকডাউন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, ঘরে খাবারও ফুরিয়ে গেছে। এখন না খেয়ে মরতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন জানান, জিগাতলা গ্রাম থেকে স্বেচ্ছাসেবী হিসেবে ৬ জন, অন্যান্য গ্রাম থেকে ১৫ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা গ্রামবাসীকে বাজারে সহায়তা করছেন। এছাড়া গ্রামের ১শ’ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ : টেকেরহাট (মাদারীপুর)- ত্রাণের দাবিতে এলাকার দুই শতাধিক নিম্নআয়ের মানুষ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অবরোধ করে।

তারা বলছেন, বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই দিন। মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক জানান, প্রয়োজনীয় ত্রাণ আমি পাইনি। সবাইকে দেয়ার মতো ত্রাণ এখনও আসেনি।

উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ : উলিপুর (কুড়িগ্রাম)- উলিপুরের কর্মহীন নিম্ন আয়ের শত শত মানুষ সকাল ৭টা থেকে ৩ ঘণ্টা ধরে উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে সঠিক তালিকা করে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এক বিক্ষোভকারী জানান, ৩ দফায় ত্রাণ বিতরণ করা হলেও আমরা পাননি। চেয়ারম্যানদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেন তারা। দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, এলাকায় কেউ অনাহারি মানুষ নেই। সমস্যা থাকতে পারে।

সরকারি ঘোষণা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। সবাই ত্রাণ চায়। যারা রাস্তায় নেমেছেন, তাদের কারও বয়স্কভাতার কার্ড আছে, প্রতিবন্ধী, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ড আছে।

রৌমারী (কুড়িগ্রাম)- উপজেলার বালুর গ্রাম ও মুখতলার প্রায় দেড়শ’ মানুষ রাস্তায় বেরিয়ে ‘ঘরে খাবার নাই, আমরা লকডাউন মানি না’ বলে বিক্ষোভ দেখান। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বিক্ষুব্ধদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ত্রাণের দাবিতে মানববন্ধন : ডেমরা- রাজধানীর ডেমরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে সিএনজি অটোরিকশাচালক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে ডগাইর পূর্বপাড়া এলাকায় এসব কর্মহীন শ্রমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে এলাকার প্রায় ২ শতাধিক সিএসজি অটোরিকশাচালক ও শ্রমিক অংশ নেন। তারা স্লোগান দেন যে, প্রধানমন্ত্রী আপনি আমাদের বাঁচাতে জরুরি ব্যবস্থা গ্রহণ করুন।

ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ : চাটমোহর (পাবনা)- ত্রাণ না পেয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন এবং চলাচলের প্রধান রাস্তাটি বন্ধ করে দেন।

এ সময় চেয়ারম্যান সরদার আজিজুল হক সেখানে ছিলেন না। চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ দেখে ত্রাণ দেয়ার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ত্রাণ বিতরণে অনিয়মের আরও অনেক অভিযোগ রয়েছে। বক্তব্য জানতে ফোন করেও চেয়ারম্যানকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যারা ত্রাণ পাননি তাদের একটি তালিকা তৈরি করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উসকানি দেয়ায় জেল-জরিমানা : নওগাঁ- সরকারের ভাতা ভোগী হওয়ার পরও ত্রাণের জন্য সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে উসকানি দেয়ায় নওগাঁয় ভ্রাম্যমাণ আদালত মেহেদি হাসান নামের এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম দণ্ড ও চন্ডিপুর প্রামাণিক পাড়া গ্রামের মানিককে (৩২) হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়া পরানপাড়া গ্রামের মিনা বেগম ও বলির ঘাট গ্রামের লিটনকে (৪৭) মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘরে খাবার নাই বলে লোকজনকে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে মিছিল করার চেষ্টা করছিলেন। অথচ তাদের বাড়িতে যথেষ্ট খাবার আছে।

যশোরে ফের মহাসড়ক অবরোধ : যশোর- ত্রাণের দাবিতে বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে খুলনা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় মহাসড়কের দু’পাশে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে পরে অবরোধ তুলে নেয়া হয়। সকালে টার্মিনালের পাশে অবস্থান নেন শ্রমজীবীরা।

একপর্যায়ে কয়েকশ’ লোক জড়ো হলে তারা ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা বলেন, কাজ নেই, ঘরে খাবার নেই, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।

যশোরের এনডিসি প্রিতম সাহা জানান, এলাকাবাসী ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চার-পাঁচটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সদরের ইউএনও কামরুজ্জামান বলেন, পৌরসভার সচিব ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে কর্মহীন অনাহারিদের মাঝে সাধ্য অনুযায়ী খাবার পৌঁছে দিতে।

https://www.jugantor.com/todays-paper/last-page/298886