১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ৬:৩৮

চাল চুরি চলছেই

কার্ড বিতরণেও নয়-ছয়

দেশজুড়ে করোনা মহামারীর এ দুর্যোগেও থেমে নেই ন্যায্যমূল্যের চালের কার্ড বিতরণে অনিয়ম, খাদ্যবান্ধব কর্মসূচি বা ন্যায্যমূলের চাল চুরি বা আত্মসাতের মহোৎসব। এসব অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী, স্কুল শিক্ষিকা ও গৃহবধূকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

চৌহালীতে ২ হাজার কেজি চাল জব্দ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ২ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জোতপাড়া বাজার ও এক ইউপি সদস্যের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। এ সময় চাল ব্যবসায়ী আবু বক্করকে আটক করা হয়। তবে ইউপি সদস্য পলাতক রয়েছে।

চৌহালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মালেক জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে থানা সদরের জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১ হাজার ৪৩০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়। এ সময় আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যে খাসকাউলিয়া ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরো ৫২০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

ঝালকাঠিতে শিক্ষিকার বাসা থেকে চাল আটক
ঝালকাঠি সংবাদদাতা জানান, ঝালকাঠিতে হাসি বেগম নামের এক স্কুল শিক্ষিার বাসা থেকে ৫ কেজি ওজনের ৬৭ ব্যাগ চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বন বিভাগ এলাকা সড়কে ওই শিক্ষিকার বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান এ চাল জব্দ করেছেন। তবে ওই শিক্ষিকা দাবি করেছেন, এ চাল তিনি কিনে অসহায়দের মাঝে বিতরণে জন্য প্যাকেট করে রেখেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এনডিসি আহমেদ হাসান। হাসি বেগম ঝালকাঠির উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

নলছিটিতে চালের কার্ড বিতরণে অনিয়ম, ইউপি সদস্যকে কারাদণ্ড : খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণে অনিয়ম পাওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ খানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এ সাজা প্রদান করেন। এর আগে ভ্রাম্যমাণ আদালত সুবিদপুর ইউনিয়ন পরিষদের গিয়ে অনিয়মের প্রমান পেয়ে সোহাগ খানকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ খানের বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের প্রমাণ পেয়ে তাকে আটক করে এবং এক মাসের কারাদণ্ড প্রদান করে। সোহাগ খান নলবুনিয়া গ্রামের বাসিন্দা।

৫০০ কেজি চাল উদ্ধার, গৃহবধূর কারাদণ্ড
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহে এক বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গরিবের ১০ টাকা কেজি দরের সরকারি চাল ক্রয় ও সংরক্ষণের অপরাধে ওই বাড়ির গৃহবধূ জাহানারা বেগমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধারসহ এ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন। একই সাথে চালচোর সিন্ডিকেট ধরতে গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হতদরিদ্রদের কাছে সম্প্রতি সরকারি চাল বিক্রি করেন। তাদের থেকে ৫০০ কেজি চাল ওই গৃহবধূকে দিয়ে ক্রয় করিয়ে তার বাড়িতে লুকিয়ে রাখেন মেলান্দহ বাজারের চাল ব্যবসায়ী আল আমীন। সরকারি চাল সংরক্ষণের খবর পেয়ে হরিপুর গ্রামে ওই গৃহবধূ জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন। জাহানারা বেগম হরিপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

চাঁদপুরে ইউপি চেয়ারম্যান কর্তৃক পাচারকালে ৩৫ বস্তা চাল উদ্ধার : চাঁদপুর সংবাদদাতা জানান, চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনির নামে কল্যাণপুর ইউনিয়নের অসহায় ও দুস্থদের নামে বিতরণের জন্য সদর উপজেলা পরিষদ থেকে দফায় দফায় বেশ কয়েক মেট্রিক টন ত্রাণের চাল বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী অসহায়দের মাঝে কিছু বিলি করার পর তার বাড়িতে গোপনে ৩৫ বস্তা চাল লুকিয়ে রাখেন। গত বুধবার রাত ১০টায় সেগুলো পাচারকালে বিক্ষুব্ধ জনতা ওইসব চালের বস্তা আটক করে পুলিশে খবর দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান রনি পাটওয়ারীর বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এই ঘটনার পর ইউপি চেয়ারম্যান রনি গা ঢাকা দিয়েছে। চালগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

শিবগঞ্জে ভিজিডির চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান মীর্জা গোলাম হাফিজ মো: সোহাগের বাড়ি থেকে ভিজিডির ৩৩০ কেজি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন উপজেলার মাঝিহট্ট ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়ি দামগাড়া থেকে ৩৩০ কেজি ভিজিডি'র চাল উদ্ধার এবং চেয়ারম্যান সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চেয়ারম্যানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সিংড়ায় ১৭১ বস্তা চালসহ ডিলার আটকের ঘটনায় ব্যাখ্যা দিলেন খাদ্য কর্মকর্তা
নাটোর সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া থেকে ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ ডিলার আসাদুজ্জামানকে আটকের ঘটনার ব্যখা দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুস সালাম বিশ্বাস। লিখিত প্রতিবেদনে তিনি জানান, চালগুলো বিতরণের জন্যই মজুদ রাখা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটি ৮ এপ্রিলের সিদ্ধান্ত মোতাবেক ১৫ এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ রাখা হয়। ফলে ওই ডিলারের গোডাউনে এপ্রিল মাসে ৮৭৭টি কার্ডের বিপরীতে উত্তোলন করা ১৭১ বস্তা চাল মজুদ ছিল।

২০১১ সালে ২৬ ফেব্রুয়ারি ইতালি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আসাদুজ্জামান আসাদ ১৫০ টাকার স্ট্যা¤েপ সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসটি প্রধান শিক্ষক আয়ুব আলীর কাছে থেকে ২০ বছরের জন্য ভাড়া নেন। এখানে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়নি; বরং খাদ্যবান্ধব কর্মসূচি সিংড়া উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাল বিতরণ বন্ধ থাকায় ১৭১ বস্তা চাল মজুদ ছিল।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইতালি ইউনিয়নের সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে এই চালগুলো আটক করে পুলিশ।

মানিকগঞ্জে চাল চুরির দায়ে ডিলার গ্রেফতার
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকঞ্জের সিংগাইর চাল চুরির দায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার পর এবার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে জামির্ত্তা ইউনিয়নের ডিলার রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রফিকুল চন্দনগর গ্রামের হাসেম আলীর ছেলে। মানিকনগর বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা রফিকুলকে আটক করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, রফিকুলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার হয়েছে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে।

ময়মনসিংহে চাল আত্মসাতের দায়ে একজনের কারাদন্ড
ময়মনসিংহ অফিস ও মুক্তাগাছা সংবাদদাতা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা, তারাকান্দা ও গৌরীপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৯৭ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মুক্তাগাছায় একজনের কারাদণ্ড এবং গৌরীপুরে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, বুধবার মধ্যরাতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দামের ৮০০ কেজি (১৬ বস্তা) চাল উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ডিলার আবদুর রহমান তার সহযোগী এমদাদুল হকের দোকানে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদ করা ওই চাল জব্দ করা হয়। এ ছাড়া গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি থেকে ২ বস্তা চাল উদ্ধার ও নগদ ৬ হাজার টাকা এবং ডিলার মাহবুবুর রহমান শাহীন, ক্রেতা রিয়াজ ও মহেশ রাজভরকে গ্রেফতার করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর।

https://www.dailynayadiganta.com/first-page/496186