বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলার সাবেক আমীর, বর্তমান জেলা মজলিসে শূরার সদস্য, কাহালু উপজেলা পরিষদের নির্বাচিত তিনবারের সফল চেয়ারম্যান, কাহালু উপজেলার কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১ জুন পৌণে ৯টার দিকে ৮৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ জুন সকাল ৯টায় জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।
শোকবাণী
বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১ জুন এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, উত্তরবঙ্গ তথা বৃহত্তর বগুড়া অঞ্চলের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আগামী জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মাওলানা তায়েব আলী বগুড়ার কাহালু উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। তিনি নিরহঙ্কার ও সাদাসিধা মানুষ ছিলেন। তিনি অত্যন্ত মনোযোগ ও দরদের সাথে মানুষের সমস্যা শুনতেন এবং সাধ্যমত সমাধানের চেষ্টা করতেন। তিনি সব শ্রেণি পেশার মানুষ এবং ধর্ম-বর্ণ-নিবিশেষে সকলের নিকট ছিলেন অত্যন্ত আপনজন।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।