১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সাদউল্লাহ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

শোক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি থানার প্রবীণ সদস্য (রুকন) ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সাদউল্লাহ বার্ধক্যজিনত কারণে ১০ ডিসেম্বর ৮৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১১ ডিসেম্বর বাদ জোহর মীরহাজারিবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে নিজ জেলা চাঁদপুরের গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সাদউল্লাহ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ ডিসেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সাদউল্লাহ সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী। ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তাঁর অনেক মূল্যবান ভূমিকা রয়েছে। তিনি ছিলেন হাজারো আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।