৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৭:১৭

জনাব শরিফুল ইসলাম আজাদ, জনাব মতিয়ার রহমান ও জনাব এসএম হাসানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

শোক সংবাদ-১
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার সদস্য (রুকন) ও ৮ নং ওয়ার্ড-এর আমীর জনাব শরিফুল ইসলাম আজাদ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১ এপ্রিল রাত ১২ টার দিকে ৫২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ এপ্রিল বেলা আড়াইটায় দারুল আমান ট্রাস্ট ময়দানে জানাযা শেষে তাঁকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ-২
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সদস্য (রুকন) বিশিষ্ট সমাজসেবক জনাব মতিয়ার রহমান বার্ধক্যজনিত কারণে ৫ এপ্রিল বেলা ১১টার দিকে ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৫ এপ্রিল বাদ আসর নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাযা নামাজে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউনুস আলীসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোক সংবাদ-৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মুহাম্মাদপুর পশ্চিম সাংগঠনিক থানার সাত মসজিদ ওয়ার্ডের সভাপতি জনাব এসএম হাসান ৬ এপ্রিল কদরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে একটি নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৭ এপ্রিল বাদ আসর চাঁদ উদ্যান বায়তুর রহমান মসজিদে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

শোকবাণী
জনাব শরিফুল ইসলাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মতিয়ার রহমান ও জনাব এসএম হাসানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব শরিফুল ইসলাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মতিয়ার রহমান ও জনাব এসএম হাসানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।