২ জুলাই ২০২৩, রবিবার, ১০:১৮

বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল খালেক ফকিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সদস্য (রুকন) ও সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল খালেক ফকির আলসার ও শ্বাসকষ্টজনিত কারণে ২ জুলাই সকাল সাড়ে ১০টায় ৭৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২ জুলাই বেলা ৩টায় পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িগ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় পাংশা উপজেলা এসিল্যান্ড জনাব মাসুদুর রহমান রুবেল এর উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তার জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এসিল্যান্ড মাসুদুর রহমান রুবেল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী মিয়া, জেলা সাংগঠনিক সেক্রেটারি হারুনুর রশিদ খান, জেলা আমীর এ্যাডভোকেট নূরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, পাংশা উপজেলা আমীর মাওলানা সুলতান মাহমুদ, পৌর আমীর কাজী ফরহাদ জামিল রুকুসহ বহু গণ্যমান্য ব্যক্তি ও মুসুল্লি।

শোকবাণী

বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল খালেক ফকিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল খালেক ফকির মহান স্বাধীনতা যুদ্ধে বিরাট অবদান রেখে গিয়েছেন। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে রাজবাড়ি জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল খালেক ফকির ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করতেন। তিনি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ অবদান রেখে গিয়েছেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ছবরে জামিল দান করুন।