১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৯:০১

মোছাঃ হামিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোঃ আবদুল হামিদের মাতা মোছাঃ হামিদা বেগম বার্ধক্যজনিত কারণে ১৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুরস্থ শহীদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

মোছাঃ হামিদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৩ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোছাঃ হামিদা বেগম একজন গুণী ও পরহেযগার মহিলা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।