২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৬:৪০

অধ্যাপক আবু আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ও গড়াই মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ ২১ সেপ্টেম্বর সকাল পৌণে ১০টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২১ সেপ্টেম্বর বিকাল ৫টায় কুষ্টিয়া পৌরসভা গোরস্থানে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।

শোকবাণী

অধ্যাপক আবু আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক আবু আবদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, অধ্যাপক আবু আবদুল্লাহর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ভাইকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি, তিনি যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।