২১ জুন ২০২০, রবিবার, ৮:২৮

আহসান উল্লাহ মিয়াজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলার লাকসাম পৌসভার ৫ নং ওয়ার্ড শাখা জামায়াতের আমীর জনাব আহসান উল্লাহ মিয়াজী ৫০ বছর বয়সে ২০ জুন দিবাগত রাত ১২টায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২১ জুন সকাল সাড়ে ৫টায় লাকসাম পৌরসভায় তার বাসার সামনে প্রথম সালাতে জানাযা এবং সকাল সাড়ে ৬টায় তার নিজ গ্রামের বাড়ি লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়াতে দ্বিতীয় সালাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৬ জুন তার মাতা ইন্তিকাল করেছেন।

শোকবাণী

জনাব আহসান উল্লাহ মিয়াজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব আহসান উল্লাহ মিয়াজী একজন মজলুম মানুষ। তিনি বারবার জেল-জুলুমের স্বীকার হয়েছেন। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মু. আবদুস সাত্তার, নায়েবে আমীর খন্দকার দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি এডভোকেট মু. শাহজাহান, জেলা সহকারী সেক্রেটারি ডঃ সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, লাকসাম পৌরসভা আমীর জনাব মু জয়নাল আবেদীন এবং সেক্রেটারি মাওলানা মু শাহাবুদ্দিন গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব আহসান উল্লাাহ মিয়াজী ছিলেন সংগঠনের একজন মজলুম ও নিবেদিত প্রাণ দায়িত্বশীল। ১৭টি মামলা দিয়ে বারবার জেলে পাঠিয়ে তাকে হয়রানি করা হয়েছে। সন্ত্রাসীরা তাকে অনেক বার আহত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।