১৫ জুন ২০২০, সোমবার, ৮:৪৫

প্রখ্যাত বৈমানিক সাইফুল আজমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

প্রখ্যাত বৈমানিক সাইফুল আজমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৫ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি সাইফুল আজম গত ১৪ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তিকাল করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে একজন বৈমানিক হিসেবে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন। বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান ও ইরাকের বিমান বাহিনীর বৈমানিক হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি আরব-ইসরায়েল যুদ্ধে সর্বোচ্চ সংখ্যাক ইসরাইলী বিমান ভূপাতিত করেন। বেমানিক হিসেবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের ২২ জনের একজন হিসেবে 'লিভিং ঈগল' স্বীকৃতি দিয়েছে। ১৯৮২-৮৪ ও ১৯৮৭-৮৮ সালে তিনি বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি তিনি যেন তার সকল নেক আমল কবুল করেন এবং তাকে জান্নাতে স্থান দান করেন।

আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”