১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:৪৪

খ্যাতিমান আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ছোট হুজুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সূফীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ খ্যাতিমান আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ছোট হুজুর ৯৫ বছর বয়সে ৯ মার্চ দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি ১ পুত্র ও ৯ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১০ মার্চ বিকাল ৩টায় সূফীয়া মাদ্রাসা ময়দানে সালাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

খ্যাতিমান আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ছোট হুজুরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০ মার্চ ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, খ্যাতিমান আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ছোট হুজুর ইসলামী শিক্ষার বিস্তার ও প্রচারে বিরাট অবদান রেখে গিয়েছেন। তিনি বহু আলেমের উস্তাদ। তার ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

শোকবাণীতে তিনি আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।