৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:১০

মাওলানা মোতাহার হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের সাবেক সেক্রেটারী মাওলানা মোতাহার হোসেন ৫৫ বছর বয়সে দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ৩ মার্চ বিকাল ৩:৩০ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আগামীকাল ৪ মার্চ সকাল ৯ টায় ভুলেশ্বর উত্তরপাড়া পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে সালাতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

মাওলানা মোতাহার হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আজ ৩ মার্চ ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মোতাহার হোসেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আ’লামীন তার সকল নেক আমলসমূহ কবুল করুন। তার গুণাখাতাসমূহ মাফ করে দিন এবং তাকে জান্নাতবাসী করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জেলা জামায়াত নেতৃবৃন্দের শোকবাণী


মাওলানা মোতাহার হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে গাজীপুর মহানগরী শাখা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম ও সেক্রেটারী মোহাম্মদ সেফাউল হক ৩ মার্চ ২০২০ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা মাওলানা মোতাহার হোসেনের জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আ’লামীন তাদের এ শোকে ধৈর্য-ধারণ করার তাওফীক দান করুন।