৩১ জুলাই ২০১৭, সোমবার, ৫:৩২

ধর্ষণের অপরাধে শ্রমিক লীগ নেতা তুফানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আওয়ামী লীগের সন্ত্রাসী দুর্বৃত্তরা সরকারের আশকারা পেয়ে নানান অপরাধ ও অসামাজিক কাজে মেতে উঠছে

বগুড়ার একজন কিশোরী মেয়েকে ধর্ষণের পর তাকে এবং তার মাতাকেও ন্যাড়া করার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামী লীগের শ্রমিক সংগঠন শ্রমিক লীগের নেতা তুফান সরকার এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৩১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বগুড়ার একজন কিশোরী মেয়েকে ধর্ষণ করার পর তাকে ও তার মাতাকে ন্যাড়া করার আদিম বর্বর ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের শ্রমিক সংগঠন শ্রমিক লীগের নেতা তুফান সরকার ও তার সহযোগীরা মানবতার দুশমন। তারা পশুর চেয়েও অধম।

এ ঘটনায় জড়িত শ্রমিক লীগ নেতা তুফান সরকার হত্যা, হত্যার চেষ্টা, মাদক ব্যবসা ও চোরাচালানসহ ৬টি মামলার আসামী এক কুখ্যাত অপরাধী। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই সারা দেশে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের খুন, হত্যা, নারী ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদক ব্যবসা, সন্ত্রাস ইত্যাদি আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। তাদের হাতে সারা দেশে অসংখ্য ছাত্রী, তরুনী, গৃহবধূ ও শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছে। কিন্তু সরকার তাদের কোন বিচার না করার কারণেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আরও বেপরোয়া হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে নারী ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। সরকার ও প্রশাসন এ সব দেখেও না দেখার ভান করছে। যে কারণে আওয়ামী লীগের সন্ত্রাসী দুর্বৃত্তরা সরকারের আশকারা পেয়ে আরো অধিক হারে নানান অপরাধ ও অসামাজিক কাজে মেতে উঠছে।

বগুড়ার ঐ ঘটনায় জড়িত শ্রমিক লীগ নেতা তুফান সরকার এবং তার সহযোগীদের বিচারের দাবীতে বগুড়ার জনগণ ফুসে উঠেছে। এ জঘন্য ঘটনার সচিত্র প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিষ্ঠুর পাশবিক ঘটনায় গোটা জাতির সাথে আমরাও লজ্জিত। এ আদিম বর্বর ঘটনার নিন্দায় গোটা দেশবাসী সোচ্চার হচ্ছে। এ ঘটনা ধামাচাপা দেয়ার কোন অপচেষ্টা জনগণ বরদাস্ত করবে না।

ঐ ন্যক্কারজনক নির্মম ঘটনার সাথে জড়িত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”