৯ জুলাই ২০১৭, রবিবার, ৯:০০

১১ জন নেতাকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা

জামায়াতকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সরকার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের গ্রেফতার করছে

গত ৮ জুলাই রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব নামজুল হক, বাঘা উপজেলা জামায়াতের আমীর ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌরসভা জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলার তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বাঘা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃ সেকান্দার আলী ও বাঘা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেনসহ জামায়াতের ১১ জন নেতাকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব নামজুল হকসহ ১১ জন নেতাকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সরকার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারা সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধিগণও সরকারের জুলুম থেকে রেহাই পাচ্ছেন না। ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হকসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”