১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার

দৈনিক ইনকিলাবে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

দৈনিক ইনকিলাবের ১৯ আগস্ট ২০২৫ তারিখের শেষ পাতায় প্রকাশিত ‘মসজিদগুলো জামায়াতিকরণের নীলনকশা’ শিরোনামের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন ১৯ আগস্ট এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, উক্ত সংখ্যায় ‘হেমায়েতপুরে বড় মসজিদের খতিবকে বিনা নোটিশে চাকরিচ্যুত’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, “মসজিদের মিম্বার থেকে মওদুদীবাদের ভ্রষ্টতা ও গোমরাহির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে জামায়াত-শিবির চক্রান্ত চালাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে কওমি ঘরানার আলেমদের চাকরিচ্যুতি, শারীরিক হয়রানি ও হেনস্তার ঘটনা ঘটছে।” এ ধরনের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত ঘটনাবলির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। এই ধরনের মিথ্যা ও মনগড়া তথ্য পরিবেশন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা সম্ভব নয়।

তারা আরও বলেন, হেমায়েতপুর মসজিদের মোতাওয়াল্লী বা কমিটির কারও সঙ্গেই জামায়াতের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা, কর্মী কিংবা সমর্থকও এই ঘটনার সঙ্গে জড়িত নন। কেবল জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। জনগণের আস্থা অর্জন ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হলে সংবাদমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বিভ্রান্তিকর, মনগড়া ও মিথ্যা তথ্য পরিবেশন সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে।

আমরা আশা করি, দৈনিক ইনকিলাব ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকবে এবং অত্র প্রতিবাদটি যথাস্থানে প্রকাশ করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবে।