গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রদত্ত এক বক্তব্যের বরাত দিয়ে দৈনিক ইনকিলাবের ৬ আগস্ট সংখ্যার প্রথম পাতায় প্রকাশিত সংবাদে ‘জামায়াতে ইসলামী ভন্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ শিরোনামে যে কটূক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ‘জামায়াতে ইসলামী ভন্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ মর্মে যে অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। দেশের ইসলামী দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক, তখন এমন মন্তব্য ইসলামী ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বক্তব্য ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করার শামিল।
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, তা আদৌ সত্য নয়। ইসলামের প্রকৃত উৎস হলো কুরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তাঁর দায়িত্বশীলতার পরিপন্থী।
য
খন দেশের ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মত একজন প্রবীণ দায়িত্বশীল আলেমে দ্বীনের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। তাই এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তাঁর প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।”