৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

টেকনাফে বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩১ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

“কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড়ে বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জনকে গত ৩০ ডিসেম্বর অপহরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে টেকনাফের বনাঞ্চলের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ রকম অবস্থায় বন বিভাগের কর্মচারী ও শ্রমিকদের নিরাপদে কাজ করা সম্ভব নয়। কাজেই ঐ অঞ্চলের লোকদের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সরকারকে অত্যন্ত কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে অপহৃত ১৯ জন উদ্ধার না হতেই ফের টেকনাফের হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে আরও ৭ জন অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ১ জন সিএনজি ও ১ জন অটোরিকশা চালকসহ বাকিরা যাত্রী।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ের বন থেকে অপহৃত ১৯ জন এবং হোয়াইক্যং থেকে ৭ জনসহ মোট ২৬ জন অপহৃতকে উদ্ধারের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।”