৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৬

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত প্রথম আলোর অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা প্রতিবাদ

-মতিউর রহমান আকন্দ

৩১ অক্টোবর প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে ‘অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আওয়ামী লীগের ৯ জন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৩১ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন। 

বিবৃতিতে তিনি বলেন, “৩১ অক্টোবর প্রথম আলোর অনলাইন ভার্সনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর বরাত দিয়ে ‘অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আওয়ামী লীগের ৯ জন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। প্রকাশিত প্রতিবেদনের এক অংশে বলা হয়েছে যে, ‘সহিসংতার ৫৮টি ঘটনার মধ্যে ৩৭টি .......... ২টি ঘটনা ঘটেছে বিএনপি-জামায়াতের মধ্যে।’ এব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো বিএনপি-জামায়াতের মধ্যে যে ঘটনার কথা বলা হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে যে, ‘আওয়ামী লীগের নিহত সাতজনের মধ্যে চারজনের মৃত্যুতে সরাসরি বিএনপি ও জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে।’ এই অংশে আওয়ামী লীগের চারজনের মৃত্যুতে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার যে কথা বলা হয়েছে তাও সর্বৈব মিথ্যা।

প্রতিবেদনের আরেক অংশে ‘২১ অক্টোবর চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) কথিত শিবির ক্যাডার হিসেবে পরিচিত ব্যক্তিরা হত্যা করে বলে জানা যায়।’ এখানে সুনির্দিষ্টভাবে হত্যাকারীর নাম-পরিচয় উল্লেখ না করায় প্রমাণিত হয় যে, এটি একটি মিথ্যা তথ্য। বাস্তবতা ও আইনের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই।

উপরোক্ত ঘটনায়সমূহে প্রমাণিত হয় যে, জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীনউদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমাদের বক্তব্য হলো, জামায়াতে ইসলামী হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। এভাবে মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি প্রথম আলো পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”