১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:১৬

সরকার জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধনসহ গণতান্ত্রিক সকল কর্মসূচিতে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘিত করছে

-মাওলানা এটিএম মা’ছুম

দেশের বিভিন্ন স্থানে পুলিশের গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং চলমান অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মাসেও জালিম সররকার সারাদেশে বিরোধীদলের গ্রেফতার, জুলুম-নির্যাতন ও হয়রানি অব্যাহত রেখেছে। দেশে নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। কথা বলার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন বলতে কিছুই নেই। সরকারের অকথ্য নির্যাতনে বাংলাদেশের মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছে। দেশের মানুষ আজ মহাআতঙ্কে দিনাতিপাত করছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরী শাখা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক একেএম সারোয়ার জাহানসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। মিটিং-মিছিল করা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। স্বৈরাচারী সরকার জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধনসহ গণতান্ত্রিক সকল কর্মসূচিতে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘিত করছে। আমি সরকারের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর দ্রুত মুক্তি দাবি করছি। পাশাপাশি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”