১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৮:১৩

পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং চলমান অবরোধ কর্মসূচি সফল করার আহবান

-মাওলানা এটিএম মা’ছুম

পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং চলমান অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জামায়াত সারাদেশে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে। পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে এবং হামলা করে নেতাকর্মীদের গ্রেফতার করেছে। ১০ ডিসেম্বর ঢাকার মানববন্ধন কর্মসূচিতে টিয়ারসেল ও গুলিবর্ষণ করা হয়েছে। পুলিশের এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইন ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি সিফাত আলম এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আবদুল গফুরসহ গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫ জন নেতাকর্মীকের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। মিটিং-মিছিল করা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। স্বৈরাচারী সরকার জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি সরকারের মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবি করছি।

পাশাপাশি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”