২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১১:৩৬

২৯ নভেম্বর অবরোধ কর্মসূচি সফল করায় দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন

সরকারের গ্রেফতার ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

২৯ নভেম্বর অবরোধ কর্মসূচি সফল করায় সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন এবং সরকারের গ্রেফতার ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২৯ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে ২৯ নভেম্বর জামায়াতের অবরোধ কর্মসূচি সমর্থন ও সাফল্যমন্ডিত করায় সংগ্রামী দেশবাসী ও জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বরেন, জালেমশাহী আওয়ামী সরকার অতীতের ন্যায় আবারো জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ক্ষমতা লিপ্সু আওয়ামী সরকার কেয়ারটেকার সরকারের গণদাবি উপেক্ষা করে তথাকথিত নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করিয়েছে। বিরোধীদলের অংশগ্রহণ নিশ্চিত না করে কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশবাসী কমিশনের ফরমায়েসি তফসিল ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। জামায়াত দেশের একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক জনপ্রিয় দল। জামায়াতের নিবন্ধন মামলাটি কোনো রকম শুনানি ছাড়াই খারিজ করে দিয়ে সরকার বেআইনি কাজ করেছে। জামায়াতের জনপ্রিয়তায় সরকার ভীত হয়ে পড়েছে এবং জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। সরকারি দল সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও বিরোধীদলকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয়া হচ্ছে না। জুলুম-নির্যাতন চালিয়ে বিরোধী দলকে কোণঠাসা করে রাখা হয়েছে। তাদেরকে সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। সরকারের দুঃশাসন ও অনাচার-অবিচারের সমালোচনা করায় বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। উচ্চ আদালত জামিন দিলেও সরকার ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। হামলা-মামলা দিয়ে জামায়াতসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে। কিছু কিছু এলাকায় গুপ্ত হত্যা চালিয়ে ত্রাস সৃষ্টি করা হয়েছে। অপরাধীদের আইনের সম্মুখীন না করায় জনমনে আতঙ্ক বেড়েই চলেছে। জুলুমবাজ সরকার বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি জালিম সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃতদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।”