২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:২২

ডা. শফিকুর রহমানের সিলেটের বাসায় পুলিশি হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সিলেটের বাসভবনে পুলিশী হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকায় তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার হন। তিনি অদ্যাবধি কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও সরকার তাঁকে মুক্তি না দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে এবং তাঁর পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। ২২ নভেম্বর রাত ৯টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ডা. শফিকুর রহমানের সিলেটের বাসায় হানা দেয় এবং তাঁর পরিবারের সদস্যদেরকে হয়রানি করে।

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমান কারাগারে আটকাবস্থায় তাঁর বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের হয়রানি চরম অন্যায়, অমানবিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সরকারের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের আচরণে মনে হচ্ছে বাংলাদেশের নাগরিকদের অধিকার বলতে কিছু নেই। আমরা এ ধরনের অমানবিক ও হয়রানিমূলক তৎপরতা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”