২২ নভেম্বর ২০২৩, বুধবার, ১০:১৬

২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৩ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২২ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতসহ বিরোধীদলের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকার পতনের আন্দোলনে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অসংখ্য প্রতিবাদী কণ্ঠ সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া দক্ষিণ সাংগঠনিক থানার আমীর, আরশনগর শাহ আফজাল মাদ্রাসার সুপার মাওলানা মুক্তার হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার আমীর মাহবুবুর রহমান, সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, মেহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি জনাব মনিরুজ্জামান এবং পাবনা জেলা থেকে ৬ জন নেতাকর্মীসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় জামায়াতে ইসলামীর ৬৩ জন নেতাকর্মীকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলার আসামীদের তড়িঘড়ি করে শাস্তি দিচ্ছে। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত ও গুম হওয়া বেশ কয়েকজন ব্যক্তিও আছেন। সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করে নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়ে চরম জুলুম-নির্যাতন চালিয়ে মানবাধিকার লংঘন করছে। বিরোধীদলের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হানা দিয়ে তাদের না পেয়ে পরিবার-পরিজনদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে দেশে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। সরকার নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে আন্দোলন দমন করার অপচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের মুখোশধারী দুর্বৃত্তরা বিরোধীদলের নেতাকর্মীদের অপহরণ করে কাউকে কাউকে হত্যা করছে এবং কাউকে কাউকে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে যাচ্ছে। আমি সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করছি।”