১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, ৬:৫৭

সরকারের জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

সরকারের জুলুম-নির্যাতন এবং গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৭ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে দেশবাসী ঐক্যবদ্ধ। বিগত ১৫ বছর যাবত সরকারের জুলুম-নির্যাতন ও অবিচার-অনাচারের প্রতিবাদ করতে গিয়ে বহু প্রতিবাদী কণ্ঠ সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছেন এবং অনেককে গুম ও হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। আন্দোলন দমনের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় দেশব্যাপী জামায়াতে ইসলামীর ৩৯ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি সরকারের জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী জালেম সরকার বিরোধীমতের সমালোচনা সহ্য করতে রাজি নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে। কিন্তু জনগণকে তা বলতে দিচ্ছে না। ভয় দেখিয়ে উচ্চকণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। গোটা দেশটাকেই আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। দেশের মানুষ আজ জুলুমবাজ সরকারের অবর্ণনীয় জুলুমের শিকার এবং তারা মজলুম হিসেবে আর্তনাদ করছে। অতীতে জুলুম-নির্যাতন করে কেউই রক্ষা পায়নি, বর্তমান জালিম সরকারও রক্ষা পাবে না, ইনশাআল্লাহ।

অবিলম্বে জুলুম-নির্যাতন বন্ধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”