১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ১০:০৩

সরকারের জুলুম-নির্যাতন এবং ৫৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

সরকারের জুলুম-নির্যাতন এবং ৫৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৫ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, কেয়ারটেকার সরকারের গণদাবি উপেক্ষা করে সরকার হামলা-মামলা ও গ্রেফতার-নির্যাতনের পথ বেঁছে নিয়েছে। বিনা কারণে যখন-তখন বাসা-বাড়িতে হানা দিয়ে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তা ন্যক্কারজনকভাবে বিঘিœত করছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামীর ৫৫ জন নেতাকর্মীকে সরকার বেআইনিভাবে গ্রেফতার করেছে। ১৫ নভেম্বর ঢাকা মহানগরীর বাড্ডা, শিল্পাঞ্চল, কাফরুল থানায় অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ ও ছাত্রলীগ একযোগে হামলা চালিয়ে জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। ১৪ নভেম্বর রাতে টংগী থানার ৪৯ নং ওয়ার্ড এর মজলিসে শূরার সদস্য কামারুজ্জামান খান মামুনের বাসাসহ মোট ১৩টি বাসায় এবং বেশ কয়েকটি দোকানে পুলিশ অভিযান চালিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অভিযানকালে দুটি বাড়ির লোহার কলাপসিপল গেইট এবং কাঠের দরজা ভেঙ্গে পুলিশ ভিতরে প্রবেশ করে। এ সময় তল্লাশীর নামে বাসা-বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে বিরাট ক্ষতিসাধন করা হয়। ভয়ভীতি প্রদর্শন এবং বাসার লোকদের সাথে অশোভন আচরণ করা হয়। নারী ও শিশুরা ভীত-সন্ত্রস্ত অবস্থায় রাত কাটায়। একটি স্বাধীন-সার্বভৌম দেশে নিশিরাতে বাসা বাড়িতে অভিযান চালিয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করা মোটেই কাম্য নয়। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করতেই সরকার সারাদেশে বেআইনিভাবে জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। আমি এই সব জুলুম-নির্যাতন এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ১২/১১/২৩ তারিখ রোজ রবিবার রাত ১১ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের সুন্দরগঞ্জ-বামনডাঙা রোডের শাখমারা ব্রীজ সংলগ্ন এলাকায় সোনারায় ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে দুর্বৃত্তরা অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে এবং পরে তার মৃত্যু হয়। আমি এই অনাকাক্সিক্ষত হত্যার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর জননেতা অধ্যাপক মাজেদুর রহমানকে আসামী করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে জুলুম-নির্যাতন বন্ধ করে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”