১১ নভেম্বর ২০২৩, শনিবার, ১০:২৮

১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী টানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার আহবান

সরকারের কূটচালে দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত

-মাওলানা এটিএম মা’ছুম

১২ ও ১৩ নভেম্বর রবি ও সোমবার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করে তোলার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১১ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাস্তবিক অর্থে গণতান্ত্রিক সরকার হল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক সরকার। যেই সরকার কোনো রকম ভয়ভীতি ছাড়া জনগণ দ্বারা গঠিত হয় এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে। এর কোনোটিই মেনে বর্তমান সরকার গঠিত হয়নি। তাই গণতন্ত্রের কথা তাদের মুখে মানায় না। বর্তমান জালিম সরকার বিগত ১৫ বছর যাবত জনগণের ম্যান্ডেট ছাড়া জোর-জবরদস্তি করে জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে বসে আছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তাদের কূটচালে দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। দেশের মানুষ অবাধে ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারছে না। কথা বলতে পারছে না। দেশে স্বৈরতন্ত্র ও জুলুমতন্ত্র চালু করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার ও মিটিং-মিছিলসহ সকল সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। নারী-শিশু, আবাল-বৃদ্ধ-বণিতা কেউই সরকারের নিষ্ঠুরতা-নির্মমতা থেকে রেহাই পাচ্ছে না। দেশ আজ মহাসংকটে নিমজ্জিত। এ অবস্থা কিছুতেই মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, জাতিকে মহাসংকট থেকে মুক্ত এবং ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমরা অবরোধের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে যে চরম সংকট ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারই দায়ী। তাই সরকারের উচিত জনগণের ন্যায্য দাবি মেনে নিয়ে পতদ্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জাতিকে সংকট থেকে উদ্ধার করা। নচেৎ উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

এমতাবস্থায় জাতির বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত আগামী ১২ ও ১৩ নভেম্বর টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌ পথ অবরোধের কর্মসূচিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”